আজকাল ওয়েবডেস্ক : তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবাণী এবার ইলন মাস্কের গলায়। টেসলা কর্তা মনে করেন আমেরিকা না চাইলেও ধীরে ধীরে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছেন। ইজরায়েল এবং হামাসের সাম্প্রতিক যুদ্ধ গোটা বিশ্বের কাছে এক অন্য ইঙ্গিত বহন করছে। আমেরিকাকে তিনি বিশ্বশান্তির কাজে আরও অগ্রণী ভূমিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সঙ্গে আমেরিকার যে ঠান্ডা লড়াই চলছে তারও অবসান হওয়া দরকার বলেই মনে করেন মাস্ক। প্রতিটি দেশকেই যুদ্ধ থেকে বিরতি নেওয়ার কাজ করার দিকে জোর দিয়েছেন তিনি। আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হলেও তাকে শান্তির পথে থাকতে হবে বলে জানান মাস্ক।বর্তমান যুগে রাশিয়া এবং চিন দুটি অন্যতম শক্তিশালী দুটি দেশ। তারা নিজেদের মত বিশ্বকে পরিচালনা করতে চাইছে। তবে নিজেদের জাহির করার পরিবর্তে তাদের উচিত আমেরিকার সঙ্গে সহমত পোষণ করে কাজ করা। ছোটোখাটো বিবাদ এড়িয়ে যদি সকল দেশ কাজ করে তাহলে যুদ্ধের প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করেন মাস্ক। ইউক্রেন এবং রাশিয়ার কথা উল্লেখ করে মাস্ক জানিয়েছে ইউক্রেনের সীমান্তে কোনও ধরনের যুদ্ধ হবে না। এমনটাই সিদ্ধান্ত নিতে হবে দুই দেশকে। সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মানবতার কাজ করতে হবে বলে জানান টেসলা কর্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচক্ষণ ব্যবসায়ী হিসাবে উল্লেখ করে টেসলা কর্তা বলেন, রাশিয়া তার নিজের সীমানা নিয়ে বরবারই আগ্রাসী ভূমিকা গ্রহণ করে থাকে। তবে তাকে সর্বদাই দোষ দেওয়া যায় না।