২০১৬ সালের পর ফের কলকাতায় এলেন কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড। বুধবারই কলকাতা বিমানবন্দরে পা রাখেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। কলকাতা সফর নিয়ে তাঁর মধ্যে যে উন্মাদনা রয়েছে, তা সরাসরি আজকাল ডট ইন-কে একান্ত সাক্ষাৎকারে জানালেন তিনি। বৃহস্পতিবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আসেন দু"বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক লয়েড। কিংবদন্তি খেলোয়াড়কে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।