বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Review: সত্য বলার সত্যি গল্প 'যাহা বলিব সত্য বলিব'

Reporter: পরমা | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: উপালি মুখোপাধ্যায় ১১ জানুয়ারী ২০২৪ ১২ : ৫৫


‘যাহা বলিব সত্য বলিব’ কি সত্যি সত্যি মন কাড়ল? সিরিজ দেখে লিখলেন পরমা দাশগুপ্ত

‘যাহা বলিব সত্য বলিব’ বনাম ‘সত্যেরে লও সহজে’।

সত্যি না হয় বলা গেল। কিন্তু সত্যি কি সব সত্যিকে সহজে নেওয়া যায়? হয়তো মাসুল গোনার ভয়ে বলাই হয়ে ওঠে না কত কী! ঢাকাচাপা পড়ে যায় চিরতরে। তার পরিণতি কী হয়, সে খোঁজই বা রাখে কে! 

বাপি সেনকে মনে পড়ে? ২০০৭ সালের ৩১ ডিসেম্বরের রাতে খাস কলকাতার রাজপথে শ্লীলতাহানি রুখতে গিয়ে জুটেছিল বেধড়ক মার। বেশ কিছু দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন এই ট্র্যাফিক সার্জেন্ট। অভিযোগের আঙুল উঠেছিল যাঁদের দিকে, তাঁরাও পুলিশকর্মী! তবে এত কিছুর পরেও যাকে বাঁচাতে এত কাণ্ড, সেই তরুণী কিন্তু প্রকাশ্যে আসেননি। আসেননি সে রাতে তাঁর সঙ্গে থাকা পুরুষসঙ্গীও। কী তাঁদের পরিচয়, কেনই বা তাঁরা সামনে এলেন না, সে উত্তর মেলেনি আজও। মাঝখান থেকে চিরতরে ধামাচাপা পড়ে যায় কিছু সত্যি। দেড় দশক পেরিয়ে সেই বিভীষিকাময় রাত এবং তার পরবর্তী ঘটনাক্রমকেই পর্দায় ফিরিয়ে আনল ‘যাহা বলিব সত্য বলিব’। বাপি সেন হত্যা-মামলা অবলম্বনে এগিয়েছে হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজ। যদিও গল্পের খাতিরে এখানে মামলা হেঁটেছে নিষ্পত্তির পথে।

চন্দ্রাশিস রায়ের পরিচালনায় ছয় পর্বের টানটান সিরিজ। যার হাত ধরে এই প্রথম ওটিটি পর্দায় দেখা দিলেন মিমি চক্রবর্তী। গল্পের বাপি সেন, ওরফে নিহত পুলিশকর্মী তাপস সাহার ( অনিন্দ্যপুলক ব্যানার্জি) তরফের আইনজীবী পৃথা রায়ের ভূমিকায়। মামলা জেতার, সত্যি খোঁজার খিদে যাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। অথচ নিজের জীবনের এক কঠিন সত্যি যাকে প্রতি পদে বিধ্বস্ত করে রাখে। ফাইলের পাতা ওল্টাতে আঙুল কাঁপে, উদ্বেগ কমানোর ওষুধে, স্কোয়াশের র্যাকেটে স্বস্তি খুঁজতে হয় প্রাণপণ। এমন ধারালো আইনজীবী অথচ ব্যক্তিজীবনে টালমাটাল পৃথার চরিত্রে ভীষণ রকম অনায়াস মিমি। ততটাই বাস্তব। ঠিক যতটা হলে তাঁর সওয়াল-জবাবগুলোর পাশাপাশি ভেঙেচুরে ওলটপালট হয়ে যাওয়ার মুহূর্তগুলোকেও নিখাদ সত্যি বলে মনে হয়। 


অভিযুক্তদের আইনজীবী জয়রাজ সিংহের ভূমিকায় যথারীতি আলোটা নিজের দিকে একটানে ঘুরিয়ে নিয়েছেন টোটা রায়চৌধুরী। দুঁদে উকিল বললেও যাকে কম বলা হয়। যিনি নিজের গোটা কেরিয়ারে একটিমাত্র ছাড়া কেস হারেননি। এবং তাপস-হত্যায় অভিযুক্ত পুলিশকর্মীদেরও যিনি অবলীলায় বেকসুর খালাস করিয়ে নিতে পারার ক্ষমতা রাখেন। কিন্তু এ হেন জয়রাজও কি সত্যি জিততে পারেন সেই মামলা? নাকি তাঁকেও হারিয়ে দেয় লুকোনো সত্যিরাই? জয়রাজ হয়ে টোটা কখনও নির্লিপ্ত, কখনও শ্লেষাত্মক, কখনও ধুরন্ধর, কখনও বা আক্রমণাত্মক। কখনও আদর্শকে জলে ভাসিয়ে স্রেফ নিজের লাভটুকু বুঝতে চাওয়া পেশাদার, কখনও বা আচমকা আসা ধাক্কায় এলোমেলো হয়ে এক হেরে যাওয়া মানুষ— বৈপরীত্যে ঠাসা চরিত্রে যেন নতুন করে বুঝিয়ে দেন, তাঁর অভিনয়ের ধার ঠিক কতখানি। 



ছোট্ট একটা চরিত্রে আলাদা করে নজর কেড়েছেন অনুজয় চট্টোপাধ্যায়। তাপস-হত্যার তদন্তকারী, লালবাজারের হোমিসাইড শাখার অফিসার অর্ণব। পৃথার সঙ্গে তাল মিলিয়ে কাজের ফাঁকে যাঁর সুন্দর, নিটোল একটা বন্ধুত্ব সিরিজের দমবন্ধ করা সত্যিগুলোর ফাঁকফোঁকরে এক ঝলক মিঠে বাতাস বইয়ে দেয়। মনে হয়, এ সম্পর্কটা একটা পরিণতি পেলে মন্দ হত না! 

তবে ছোট্ট একটা গোলমাল হয়ে গিয়েছে অন্য কোথাও। ট্রেলার দেখে অনেকেই ভেবেছিলেন টানটান কোর্টরুম ড্রামায় থ্রিলার হয়েই হয়তো হত্যারহস্য ভেদ করবে এই সিরিজ। সেখানে প্রথম তিন পর্ব খুনের তদন্তের বদলে অনেক বেশি সুতো বুনল পৃথার ব্যক্তিজীবন ঘিরে। গল্প ক্রমশ যে দিকে এগোল, তাতে আদালতের টানটান সওয়াল জবাব কিংবা থ্রিলারের চমকের চেয়ে ইমোশনাল ড্রামারই পাল্লা ভারী। শেষ পর্বে দুরন্ত কিছু টুইস্ট এসেছে। তবু সেখানেও কেন্দ্রবিন্দু মূল ঘটনা নয়। বরং কিছু ব্যক্তিগত সত্যি। ট্রেলারে ভর করে সিরিজ দেখতে বসলে তাই কিছুটা আশাহত হতেও পারেন। 

তবে এখানেও জিতে গিয়েছে গল্পের বুনোট। প্রথম দিকে যে আলগা সুতোগুলো খানিকটা অগোছালো লাগছিল, পাঁচ নম্বর পর্বের শেষে এসে তারাই খেই ধরিয়ে দিয়েছে অনায়াসে। সঙ্গে মিমি-টোটার দুরন্ত অভিনয়। তাতেই সত্যি সত্যি মনের মতো হয়ে উঠেছে ‘যাহা বলিব সত্য বলিব’।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের...

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...

আমিরের ছেলেকে নাচ শেখাতে গিয়ে কী দশা হয়েছিল ফারহার? 'লভইয়াপ্পা'র শুটিং ফ্লোরের গোপন তথ্য ফাঁস করলেন জুনেইদ...

Exclusive: লর্ডসে না খেললে যেমন কুলীন ক্রিকেটার হওয়া যায় না, কলকাতায় পারফর্ম না করলে সেরা শিল্পী হওয়া যায় না: পরেশ রাওয়া...

বহুদিন আগেই আলাদা হয়েছে দু'জনের পথ, প্রাক্তন স্ত্রীর হাতের রান্না খেয়ে ফের প্রেমে পড়লেন যুবক! ...

ফের পর্দায় রোম্যান্সে মজবেন অভিতাভ-রেখা? জয়ার সামনেই ফের 'সিলসিলা'য় মাতবেন 'বিগ বি'!...

বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া থেকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! এই নায়িকার বাস্তব জীবনের কাছে হার মানবে হিন্দি সিরিজও ...

বাংলা বাঁচাতে জিতের সঙ্গী মিঠুন-পুত্র মিমো, চমকে ভরা 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক...

‘আশিকি ৩’ থেকে তৃপ্তির বাদ পড়ার নেপথ্যে পর্দায় ঘন ঘন যৌনদৃশ্যে অভিনয়? ফাঁস অনুরাগ বসুর...

হামলার পর প্রথমবার লাইম লাইটে ফিরলেন সইফ! কোনও নিরাপত্তা ছাড়াই কোথায় গেলেন অভিনেতা?...

‘...শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে’, এবারের সরস্বতী পুজো সোনু নিগমের ‘জীবনের অন্যতম কঠিন দিন’! কিন্তু কেন ?...

জল্পনা সরিয়ে বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা! প্রকাশ্যে জুটির শুভ মুহূর্তের ছবি...



সোশ্যাল মিডিয়া



01 24