আজকাল ওয়েবডেস্ক: গুলমার্গ মানেই চোখের সামনে ভেসে ওঠে বরফের চাদর, সঙ্গে তুষারপাত। এর মধ্যেই পর্যটকরা বরফের খেলায় মেতে ওঠেন প্রতিবার। তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবার গুলমার্গেও। বরফের চাদরের পরিমান আগের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি বরফের বৃষ্টিও মুখ ফিরিয়েছে গুলমার্গ থেকে। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, শীতের সময় গুলমার্গের এই চিত্র একেবারে বিরল। যদি শীতেই এই হাল হয় তবে গরমে কি হবে তা নিয়ে চিন্তা প্রকাশ করেন আবদুল্লাহ। যেসব পর্যটকরা এই সময় বরফ নিয়ে এখানে খেলা করেন তারাও বেশ হতাশ। মুক ভারী করে তাঁরাও এখন হোটেলে বসে রয়েছেন। প্রসঙ্গত, গুলমার্গ বরাবরই বরফের বৃষ্টি এবং বরফের চাদরের জন্য বিখ্যাত। তবে কি বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবার গুলমার্গে ? শুধু গুলমার্গই নয়, কাশ্মীরের পহেলগাম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও এবছর বরফের পরিমান অনেকটাই কম। এই ঘটনায় অশনি সঙ্কেত দেখছেন পরিবেশবিদরা।
