শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: প্রয়াত রাশিদ খান, রবীন্দ্রসদনে শেষশ্রদ্ধার পর গান স্যালুটে শেষ বিদায়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৪ ১১ : ১১


বছরের শুরুতেই বড় ধাক্কা। টানা দুই মাস রোগভোগের পর প্রয়াত রশিদ খান। বয়স মাত্র ৫৫ বছর। তাঁর অসুস্থতার খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। উস্তাদজির মৃত্যুর খবর ছড়াতেই শোকস্তব্ধ সঙ্গীতমহল। রাজ্য সরকার তাঁর চিকিৎসার খরচ বহন করছিল। শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। খবর পেয়ে সেখানে জয়নগর থেকে পৌঁছে যান মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে ছিলেন ববি হাকিম, মহুয়া মৈত্র, ইন্দ্রনীল সেন, অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শিল্পীর কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত মিত্র জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী। মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এদিন তাঁকে পিস ওয়র্ল্ডে রাখা হবে। বুধবার গান স্যালুট জানিয়ে টালিগঞ্জে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরে পরিবারের অনুরোধে সেই সিদ্ধান্তে বদল ঘটেছে। খবর, পরিবার পিস ওয়র্ল্ডে রাখার বদলে শিল্পীর দেহ বাড়িতে নিয়ে যাবে। সকালে প্রয়াত শিল্পীকে শায়িত রাখা হবে রবীন্দ্রসদনে। দুপুরে গানস্যালুট দিয়ে তাঁকে শেষবিদায় জানাবে রাজ্য সরকার।

আজকাল ডট ইনের থেকে উস্তাদজির প্রয়াণের খবর পান শাস্ত্রীয় সঙ্গীত দুনিয়ার আরও এক দিকপাল এবং শিল্পীর অতি কাছের পণ্ডিত অজয় চক্রবর্তী। শোকস্তব্ধ প্রবীণ শিল্পী বন্ধুর প্রয়াণে এতটাই মর্মাহত যে কোনও মন্তব্য করতে চাননি।

গত ২২ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে শহরের প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি হন উস্তাদজি। ছিল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এছাড়াও, দীর্ঘদিন ধরে তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। ডা. মিত্র আরও জানান, প্রথমে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। অবস্থারও উন্নতি হয়েছিল। আচমকাই মঙ্গলবার সকালে নতুন করে অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। প্রেসার দ্রুত নামতে থাকে। সঙ্গে সঙ্গে রক্তচাপ স্বাভাবিক রাখার ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁদের চিকিৎসায় কোনও ত্রুটি ছিল না।’’ তিনি শিল্পীর প্রয়াণের আনুষ্ঠানিক খবর জানাতে গিয়ে কার্যত ভেঙে পড়েন। জানান, উস্তাদজি তাঁর আপন ভাইয়ের সমান। আন্তরিক সমবেদনা জানান, প্রয়াত শিল্পীর স্ত্রী জয়িতা খান, দুই মেয়ে এক ছেলেকে।

সকাল থেকেই শিল্পীর অসুস্থতার খবর ছড়াতে উদ্বিগ্ন হয়ে পড়ে দেশের বিখ্যাত শিল্পীরা। আজকাল ডট ইনের কাছে শোক জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। তাঁর ‘মিতিন মাসি’ ছবিতে রশিদ খান গেয়েছিলেন। বলেন, ‘‘রশিদ আমার থেকে বয়সে ছোট। বেশিদিন কথা না হলেই ফোন আসত ওর তরফ থেকে। আমি, বিক্রম ঘোষ আর রশিদ খান— এই ত্রয়ীর রসায়ন আগামী কোনও ছবিতে আর দেখা যাবে না।’’ পণ্ডিত বিক্রম ঘোষ বলেন, ‘‘আমার ছোটবেলার বন্ধু চলে গেল। এক বছরে আমাদের জন্ম। রশিদ তিন মাসের বড় ছিল। ১৩ বছর বয়স থেকে বন্ধুত্বের শুরু। একসঙ্গে সারাক্ষণ ওঠাবসা ছিল আমাদের। বন্ধুবিয়োগ মেনে নিতে তাই খুব কষ্ট হচ্ছে।’’




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স নেই, তাই রিজেক্ট হয়েছি অনেকবার'-দেবদত্ত রাহা...

‘দিওয়ার’-এ গুন্ডাদের পেটানোর আগে ১০বার দৌড়েছিলেন অমিতাভ! কিন্তু কেন? প্রায় ৫০ বছর পর গোপন কথা ফাঁস ‘বিগ বি’র ...

ভাদুড়ী মশাইয়ের কাঞ্চন–লাভ

‘সালার’ ছবির প্রযোজনা সংস্থার সঙ্গে কোন চুক্তিতে আবদ্ধ হলেন 'বাহুবলী'? পাচ্ছেন কত কোটি টাকা?...

রেগে গিয়ে বউকে বাড়ি থেকে বের করে দিল টলিপাড়ার নায়ক! অশান্তির আগুন জ্বললো কোন তারকার সংসারে? ...

আমিরের সঙ্গে বিচ্ছেদের পরেই বদলেছে পছন্দ? কিরণ রাওয়ের প্রিয় খান কে জানেন? ...

শালিনী পাসির বিয়ের নিমন্ত্রণ পত্র তৈরির জন্য কী শর্ত দিয়েছিলেন চিত্রশিল্পী এম এফ হুসেইন! জানলে চোখ কপালে উঠবে...

সলমন খানের আবাসনে এসে ‘টাইগার’-এর সঙ্গে কী করতেন ঐশ্বর্যা? বিস্ফোরক সোমি আলি! ...

বিশেষ বন্ধু ওয়াকার ব্ল্যাঙ্কোর পাশাপাশি ‘কিল’ ছবির নায়কের সঙ্গে ‘সম্পর্কে’ অনন্যা! ফাঁস করলেন কে? ...

রক্তমাখা হাত, কপালে রক্তচন্দন, চোখ থেকে গড়িয়ে পড়ছে জল!কী হয়েছে ‘বাহুবলী’ নায়িকা অনুষ্কার? ...

চুরি হল ১০০ ফোন! চূড়ান্ত বিশৃঙ্খলা দিলজিতের জয়পুরের অনুষ্ঠানে, চোর কি এক না একাধিক?...

আসছে ‘ভাগম ভাগ ২’, দমফাটা এই হাসির ছবির সিক্যুয়েলে অক্ষয়ের সঙ্গে কি দেখা যাবে গোবিন্দাকে? ...

ছুঁয়েও দেখিনি কখনও...', তবে কীসের নেশায় আসক্ত কার্তিক? কোন স্পর্শের ইঙ্গিত দিলেন 'রুহ বাবা'...

কবে ক’টা ভাগে আসছে রণবীরের ‘রামায়ণ’? রাহার জন্মদিনে সুখবর ঘোষণা ছবির নির্মাতাদের ...

আমেরিকার নতুন রাষ্ট্রপতি ঘোষণা হতেই কঙ্গনার ‘ট্রাম্প’ কার্ড! একহাত নিলেন ‘ব্যাটম্যান’কেও ...



সোশ্যাল মিডিয়া



01 24