বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: প্রয়াত রাশিদ খান, রবীন্দ্রসদনে শেষশ্রদ্ধার পর গান স্যালুটে শেষ বিদায়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জানুয়ারী ২০২৪ ১১ : ১১


বছরের শুরুতেই বড় ধাক্কা। টানা দুই মাস রোগভোগের পর প্রয়াত রশিদ খান। বয়স মাত্র ৫৫ বছর। তাঁর অসুস্থতার খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। উস্তাদজির মৃত্যুর খবর ছড়াতেই শোকস্তব্ধ সঙ্গীতমহল। রাজ্য সরকার তাঁর চিকিৎসার খরচ বহন করছিল। শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। খবর পেয়ে সেখানে জয়নগর থেকে পৌঁছে যান মমতা বন্দোপাধ্যায়। সঙ্গে ছিলেন ববি হাকিম, মহুয়া মৈত্র, ইন্দ্রনীল সেন, অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শিল্পীর কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত মিত্র জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী। মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এদিন তাঁকে পিস ওয়র্ল্ডে রাখা হবে। বুধবার গান স্যালুট জানিয়ে টালিগঞ্জে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরে পরিবারের অনুরোধে সেই সিদ্ধান্তে বদল ঘটেছে। খবর, পরিবার পিস ওয়র্ল্ডে রাখার বদলে শিল্পীর দেহ বাড়িতে নিয়ে যাবে। সকালে প্রয়াত শিল্পীকে শায়িত রাখা হবে রবীন্দ্রসদনে। দুপুরে গানস্যালুট দিয়ে তাঁকে শেষবিদায় জানাবে রাজ্য সরকার।

আজকাল ডট ইনের থেকে উস্তাদজির প্রয়াণের খবর পান শাস্ত্রীয় সঙ্গীত দুনিয়ার আরও এক দিকপাল এবং শিল্পীর অতি কাছের পণ্ডিত অজয় চক্রবর্তী। শোকস্তব্ধ প্রবীণ শিল্পী বন্ধুর প্রয়াণে এতটাই মর্মাহত যে কোনও মন্তব্য করতে চাননি।

গত ২২ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে শহরের প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি হন উস্তাদজি। ছিল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এছাড়াও, দীর্ঘদিন ধরে তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। ডা. মিত্র আরও জানান, প্রথমে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। অবস্থারও উন্নতি হয়েছিল। আচমকাই মঙ্গলবার সকালে নতুন করে অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে। প্রেসার দ্রুত নামতে থাকে। সঙ্গে সঙ্গে রক্তচাপ স্বাভাবিক রাখার ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেছেন। তাঁদের চিকিৎসায় কোনও ত্রুটি ছিল না।’’ তিনি শিল্পীর প্রয়াণের আনুষ্ঠানিক খবর জানাতে গিয়ে কার্যত ভেঙে পড়েন। জানান, উস্তাদজি তাঁর আপন ভাইয়ের সমান। আন্তরিক সমবেদনা জানান, প্রয়াত শিল্পীর স্ত্রী জয়িতা খান, দুই মেয়ে এক ছেলেকে।

সকাল থেকেই শিল্পীর অসুস্থতার খবর ছড়াতে উদ্বিগ্ন হয়ে পড়ে দেশের বিখ্যাত শিল্পীরা। আজকাল ডট ইনের কাছে শোক জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। তাঁর ‘মিতিন মাসি’ ছবিতে রশিদ খান গেয়েছিলেন। বলেন, ‘‘রশিদ আমার থেকে বয়সে ছোট। বেশিদিন কথা না হলেই ফোন আসত ওর তরফ থেকে। আমি, বিক্রম ঘোষ আর রশিদ খান— এই ত্রয়ীর রসায়ন আগামী কোনও ছবিতে আর দেখা যাবে না।’’ পণ্ডিত বিক্রম ঘোষ বলেন, ‘‘আমার ছোটবেলার বন্ধু চলে গেল। এক বছরে আমাদের জন্ম। রশিদ তিন মাসের বড় ছিল। ১৩ বছর বয়স থেকে বন্ধুত্বের শুরু। একসঙ্গে সারাক্ষণ ওঠাবসা ছিল আমাদের। বন্ধুবিয়োগ মেনে নিতে তাই খুব কষ্ট হচ্ছে।’’




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভিসা পাননি! কলকাতায় আসতে না পেরে মন খারাপ পরীমনির, 'ফেলুবক্সী' মুক্তির আগে চোখে জল নিয়ে কী বললেন অভিনেত্রী?...

সইফকে মারতে এসেছিলেন কে? প্রকাশ্যে ছবি! দেখে নিন এক্ষুনি...

রক্তাক্ত সইফকে অটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল ইব্রাহিম! কেন তিনি নিজেদের গাড়ি ব্যবহার করেননি? ...

ফাঁস হল 'কোয়েল'-এর ষড়যন্ত্র, 'অনির্বাণ'কে কষিয়ে চড় মারল 'রাই'! নতুন মোড় 'মিঠিঝোরা...

সইফ-হামলার তদন্তে বিতর্কিত এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েক! কে এই দয়া?...

বলিউডকে বিদায় জানিয়ে টম ক্রুজের নতুন ছবিতে অনুরাগ কাশ্যপ? ...

একেন হাজির হতেই শুরু বিভ্রাট, ‘পুরো পুরী’তেই সিরিয়াল কিলারকে ধরার শুরু অভিযান...

পাঞ্জা লড়ে, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তুলে সেনা দিবস পালন সানি-বরুণের!...

একা রণবীরে রক্ষা নেই, ‘ধুম ৪’-এ তাঁর দোসর ভিকি কৌশল? ...

হাসির ফোয়ারা থেকে বুদ্ধিদীপ্ত রসিকতা, গুড়ের মতোই মিষ্টি ‘পাটলিগঞ্জের পুতুলখেলা’...

প্রয়াত জয়দীপ আহলাওয়াতের বাবা, শুনেই 'পাতাল লোক ২'-এর প্রচারের মাঝে কী করলেন অভিনেতা? ...

এক টুকরো সম্পর্কের গল্প বলবেন রজতাভ দত্ত, ভালবাসার মরশুমে কোন ছবি ফুটে উঠবে 'সেলাই'-এ?...

রাম চরণের ‘গেম চেঞ্জার’-এর নির্মাতারা ‘মিথ্যাবাদী’! তোপ রাম গোপাল বর্মার, কিন্তু কেন? ...

‘জওয়ান’-এর পর ফের পুলিশি অবতারে আসছেন শাহরুখ? ‘ইন্সপেক্টর গালিব’ নিয়ে বড় ঘোষণা মধুর ভাণ্ডারকরের...

Breaking: টানটান রহস্যের পর এবার হাসির ফোয়ারা, অয়ন চক্রবর্তীর আগামী ছবিতে অন্য রূপে স্বস্তিকা! ...



সোশ্যাল মিডিয়া



01 24