নিজস্ব সংবাদদাতাঃ ফের বড়পর্দায় আসছে ‘দেবী চৌধুরানী’। পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে দর্শকের সামনে ফের ফুটে উঠবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি। দীনেন গুপ্তর দেবী চৌধুরানী হয়েছিলেন সুচিত্রা সেন। আর এবার ‘প্রফুল্ল’ থেকে ইংরেজবিরোধী ‘দস্যুরানি’তে পরিণত হবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
2
9
উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। ছবিটি মুক্তি পাবে এডিটেড মোশন পিকচার্স এবং এলওকে আর্টস কালেকটিভের ব্যানারে। প্রযোজক অপর্ণা দাশগুপ্ত, অনিরুদ্ধ দাশগুপ্ত, সৌম্যজিৎ মজুমদার।
3
9
ছবিতে ‘ভবানী পাঠক’-এর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী সহ আরও অনেককে। চলতি বছরের ১মে 'দেবী চৌধুরানী'র মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে চলেছে। তাঁর আগে দর্শনা ও বিবৃতি, দুই অভিনেত্রীর সঙ্গে আজকাল ফ্যাশন ফ্লোরে ধরা দিলেন পরিচালক।
4
9
পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উপর একটি হিন্দি চলচ্চিত্রের জন্য গবেষণা করছিলেন শুভ্রজিৎ। জাতীয় পুরষ্কার জয়ের পর মুম্বইয়ের একটি বড় প্রযোজনা সংস্থার তরফে ছবিটি পরিচালনার প্রস্তাব পান তিনি।
5
9
পরিচালকের কথায়, "ঘটনাক্রমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' এবং 'দেবী চৌধুরানী' একই সময়ের উপর ভিত্তি করে তৈরি। যেখানে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে দেবী চৌধুরানী আমার বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে।"
6
9
দেবী চৌধুরানীতে নিশির চরিত্রে থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায়। শ্রাবন্তী-অর্জুনের সঙ্গে তাঁকেও এই ছবির জন্য অস্ত্রশিক্ষায় মহড়া নিতে দেখা গিয়েছে। আনন্দ, উত্তেজনা আর প্রচণ্ড ভয় নিয়ে শুটিং করেছেন তিনিও।
7
9
প্রথমবার শুভ্রজিতের সঙ্গে কাজ করেছেন বিবৃতি। চরিত্রের জন্য মানানসই হতে তাঁকে অনেকটাই ওজন ঝরাতে হয়েছে।
8
9
সাগরমণির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী-মডেল দর্শনা বণিককে। অভিনেত্রী হিসাবে দর্শনা গত কয়েক বছরে টলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন। দক্ষিণী সিনেমাতেও দর্শনা সিনেমা করেছেন।
9
9
অনুরাগ বসুর পরিচালনায় অনুপম খের, নীনা গুপ্তা সঙ্গে স্ক্রিন শেয়ারও করছেন বঙ্গকন্যা। এবার 'দেবী চৌধুরানী' ছবিতে নিজের অভিনয় দক্ষতাকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন দর্শনা।