আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের সুবিধার্থে পদক্ষেপ পূর্ব রেলের। রেলের তরফে জানানো হয়েছে আগামী ১১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার হাওড়া ও পুরীর মধ্যে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তিন দিন ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬ টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ১২টায় পুরী পৌঁছবে এবং ওই দিন বিকেল পুরী থেকে রওনা দিয়ে রাতেই আবার হাওড়া ফিরে আসবে। আগামীকাল থেকে এই স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসের আসন সংরক্ষণ শুরু হচ্ছে বলে জানিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তে বহু মানুষ উপকৃত হবেন।