আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওভাল টেস্ট। সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে একাধিক নজির গড়তে পারেন ভারত অধিনায়ক শুভমন গিল। পরিসংখ্যান বলছে অন্তত ১৩ টি নজির তিনি গড়তে পারেন।
যেমন ওভাল টেস্টে ১ রান করতে পারলেই গ্যারি সোবার্সের ৫৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেবেন শুভমন। ‘সেনা’ (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে একত্রে বলা হয়) দেশের মাটিতে একটি টেস্ট সিরিজে সফরকারী দেশের অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে সোবার্সের দখলে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৭২২ রান করেছিলেন ক্যারিবিয়ান এই প্রাক্তন অলরাউন্ডার। ম্যাঞ্চেস্টার টেস্ট পর্যন্ত এই সিরিজে শুভমনও করেছেন ৭২২ রান। আর ১ রান করলেই ভেঙে দেবেন সোবার্সের রেকর্ড।
আর ১১ রান করতে পারলেই ভারতের অধিনায়ক হিসাবে একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির গড়বেন তিনি। ১৯৭৮–৭৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সুনীল গাভাসকার। ওভালে আর ১১ রান করলেই শুভমনের চলতি সিরিজে রান হবে ৭৩৩।
ভারত–ইংল্যান্ডের একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে গ্রাহাম গুচের দখলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০ সালে ৭৫২ রান করেছিলেন। ওভাল টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১ রান করতে পারলে গুচের রেকর্ড ভেঙে দেবেন গিল।
ওভাল টেস্টে আর ৫৩ রান করতে পারলে সুনীল গাভাসকারের ৫৪ বছরের একটি রেকর্ড ভাঙবেন শুভমন। একটি টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে গাভাসকারের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭৪ রান করেছিলেন সানি। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে শুভমনের।
এদিকে, ওভাল টেস্টে আর ৭৮ রান করতে পারলে চলতি সিরিজে শুভমনের রান হবে ৮০০। এশিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজে ৮০০ রানের মাইলফলক ছুয়ে ফেলবেন গিল।
ওভাল টেস্টে ৮৯ রান করতে পারলে ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ডও ভেঙে দেবেন শুভমন। ১৯৩৬–৩৭ মরসুমে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। যা একটি টেস্ট সিরিজে কোনও দলের অধিনায়কের করা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। শুভমন ৮৯ রান করতে পারলে ব্র্যাডম্যানের সেই রেকর্ডও ভেঙে দেবেন। শুধু তাই নয়, ৮৯ রান করতে পারলে অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে করা ব্র্যাডম্যানের রেকর্ডও তিনি ভেঙে দেবেন। কারণ ১৯৩৬–৩৭ মরসুমে ব্র্যাডম্যান অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। করেছিলেন সবচেয়ে বেশি রান। সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন গিল।
এখনও অবধি চলতি সিরিজে চারটি শতরান করে ফেলেছেন গিল। ওভালে একটা শতরান করলেই ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে একটি টেস্ট সিরিজে পাঁচটি শতরান করার নজির গড়বেন তিনি। শুধু তাই নয়, ওভালে আজ অবধি কোনও ভারত অধিনায়কের টেস্ট শতরান নেই। তাই গিল শতরান করলে নজির গড়বেন। এখানেই শেষ নয় ওভালে একটি শতরান মানেই বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজে পাঁচটি শতরান করবেন গিল। ব্র্যাডম্যান এবং গাভাসকারের রেকর্ড ভেঙে দেবেন তিনি। দু’জনেরই অধিনায়ক হিসাবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি চারটি করে শতরান রয়েছে। এমনকি ওভালে শতরান করলে তিনি ছোঁবেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইড ওয়ালকটকে। এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি শতরান করার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটি শতরান করেছিলেন ওয়ালকট। শুভমনের সামনে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এক সিরিজে পাঁচটি শতরান করার সুযোগ রয়েছে। আর ওভাল টেস্টের দুই ইনিংসেই শতরান করলে তিনি টপকে যাবেন ওয়ালকটকে।
ওভালে দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রান করতে পারলে গিল বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এক টেস্ট সিরিজে ৯০০ রান করার নজির ছোঁবেন। এই কৃতিত্ব আছে ডন ব্র্যাডম্যান ও ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের।
আরও একটি নজির ছুঁতে পারেন ভারত অধিনায়ক। তার জন্য চাই ২৫৩ রান। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৩৪ রান করেছিলেন ব্র্যাডম্যান। এটিই এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান এখনও অবধি। সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন ফর্মে থাকা ভারত অধিনায়ক।
