আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম টেস্ট শুরুর দু'দিন আগে ওভালের পিচ কিউরেটরের সঙ্গে বচসায় জড়ান গৌতম গম্ভীর। তর্ক জুড়ে দেন। গ্রাউন্ড স্টাফের দিকে আঙুল তুলে বলতে দেখা যায়, 'তোমরা আমাদের বলবে না আমাদের কী করতে হবে।' এবার সেই নিয়ে মুখ খুললেন ওভালের কিউরেটর লি ফোর্টিস। তিনি বলেন, 'দেখলেন তো সকালে কেমন ব্যবহার করল। ও একটু আবেগপ্রবণ।' কী এমন ঘটল যাতে এতটাই চটে গেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ? তার কোনও সদত্তর দিতে পারেননি ওভালের পিচ কিউরেটর। লি ফোর্টিস বলেন, 'গল্পের আলাদা কোনও আঙ্গিক নেই। ওনাকে সেটা জিজ্ঞেস করতে হবে।' শোনা যায়, পিচ নিয়ে বিশেষ খবরাখবর দিতে চাননি তিনি। সেই কারণেই ক্ষেপে যান গম্ভীর। কিন্তু এই প্রসঙ্গ উড়িয়ে দেন ওভালের পিচ কিউরেটর। ফোর্টিস বলেন, 'আমাদের লোকানোর কিছু নেই।' 

পঞ্চম তথা শেষ টেস্ট খেলতে লন্ডনে ভারতীয় দল। ২-১ এ সিরিজে এগিয়ে বেন স্টোকসরা। মঙ্গলবার থেকে ওভালে প্র্যাকটিস শুরু করে টিম ইন্ডিয়া। প্র্যাকটিস পিচের অবস্থায় খুশি ছিলেন না গম্ভীর। সেই নিয়ে প্রতিবাদ করেন। পরিস্থিতি সামাল দিতে ব্যাটিং কোচ শীতাংশু কোটাককে হস্তক্ষেপ করতে হয়। প্র্যাকটিসের জায়গার অন্য প্রান্তে নিয়ে যান পিচ কিউরেটরকে। তারপর ফোর্টিসের সঙ্গে লম্বা আলোচনা করতে দেখা যায় তাঁকে। তারপর গম্ভীর এবং ফোর্টিস উল্টোদিকে হাঁটা মারেন। নেট সেশনে মনোনিবেশ করেন ভারতের হেড কোচ। 

মঙ্গলবার ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন গম্ভীর। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ টেস্টের দু'দিন আগে এই ঘটনা ঘটে। সোমবার লন্ডনে পৌঁছেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ভেন্যুতে প্রথম প্র্যাকটিস সেশন ছিল। কিন্তু ভারতীয় দলকে যে পরিকাঠামো দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট গভীর। আলোচনা তর্কের পর্যায় পৌঁছে যায়। যাতে প্রচণ্ড চটে যান ভারতের হেড কোচ। গ্রাউন্ড স্টাফদের দিকে আঙুল তুলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। গম্ভীরকে বলতে শোনা যায়, 'তুমি বলতে পারো না আমাদের কী করতে হবে।' পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, হস্তক্ষেপ করেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। ভারতীয় কোচিং স্টাফের বাকি সদস্যরাও পরিস্থিতি সামাল দেয়। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে ওভালের গ্রাউন্ড স্টাফ। তার উত্তরে গম্ভীর বলেন, 'তোমরা যাকে খুশি অভিযোগ করতে পারো। কিন্তু তুমি আমাদের বলতে পারো না আমাদের কী করতে হবে।' ওভালে লাল বলের ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে অর্শদীপ সিংয়ের। সম্ভবত যশপ্রীত বুমরার জায়গায় খেলবেন তিনি। এছাড়াও ভারতীয় দলে দুই একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋষভ পন্থের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। দলে ফিরতে পারেন আকাশ দীপও। ব্যাটিংয়ে কোনও বদল হবে না। শেষমেষ বোলিং কম্বিনেশন কী হয়, সেটাই দেখার।