আজকাল ওয়েবডেস্ক: রবিবারের পর মঙ্গলবার। দু'দিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমান্ডু। হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু পরপর ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে ১৭ মিনিটে কাঠমান্ডুতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পনের উৎসস্থল কাঠমান্ডু থেকে ৩৯৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, গত রবিবারেও জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে কাঠমান্ডু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। সেই ভূমিকম্পেও হতাহতের খবর নেই। তবে নেপালের শক্তিশালী ভূমিকম্পের পর কম্পন অনুভূত হয় উত্তর ভারতেও। উৎসবের মরসুমে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়।
