দর্শকের মনোরঞ্জনের জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ে আসছে একের পর এক নতুন সিরিজ। সিরিজের গল্পে আধুনিকতার পাশাপাশি জায়গা করে নিচ্ছে রহস্যের জটিল মোড়। তাই এখন বেশিরভাগ গল্পেই রহস্যটা থাকছেই। ২০২১ সালে হইচই-এ মুক্তি পেয়েছিল 'ইন্দু'। মুখ্য চরিত্রে দর্শক দেখেছিলেন অভিনেত্রী ইশা সাহাকে। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজের দৌলতে দর্শকের প্রশংসা পেয়েছিলেন ইশা। 

 

 

 

এই ওয়েব সিরিজের গল্পের শুরু হয়েছিল ইন্দু ওরফে ইন্দ্রাণীর বিয়েকে ঘিরে। বিয়ে নিয়ে একের পর এক রহস্যময় ঘটনা যেন ইন্দুকে টেনে নিয়ে যায় তাঁর শ্বশুরবাড়িতে। বিয়ের জন্য রাজি হয় ইন্দু। কিন্তু শ্বশুরবাড়িতে এসেও চলতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। আর সেই সব ঘটনার সমাধান সূত্র না বলেই শেষ হয়ে যায় ইন্দু। সেই অসমাপ্ত গল্পের সমাধানই হওয়ার কথা ছিল 'ইন্দু ২'-তে । তবে তা হয়নি। আবারও রহস্যে মিশেলে পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করতে হয় দর্শককে। ২০২১ থেকে এখন ২০২৫। অবশেষে 'ইন্দু'র রহস্য সমাধান হতে চলেছে। আসছে 'ইন্দু ৩'। এই ঘোষণা যদিও আগেই হয়েছিল। 

 

আরও পড়ুন: জিৎ-মিমি জুটি আবার ফিরছে বড় পর্দায়! সঙ্গে আরেক নবাগতা নায়িকা?

 

হইচই-এর গল্পের পার্বণে প্রথম ঘোষণা হয় এই সিরিজের। পরিচালক অয়ন চক্রবর্তী এবার শুরু করলেন এই সিরিজের তৃতীয় সিজনের শুটিং। জানা যাচ্ছে, গল্পের মুখ্য চরিত্র ইশা সাহা ও সুহোত্র মুখোপাধ্যায় তো থাকছেনই। তবে দেখা যাবে কি নতুন কোনও মুখ? এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও খবর পাওয়া যায়নি। তবে টলিপাড়ার সূত্রের খবর, এই সিজনে যেহেতু রহস্য সমাধান হবে, তাই সিরিজের মূল চরিত্রদেরই দেখানো হবে গল্পে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই সিরিজের। পুজোর পরেই মুক্তি পেতে চলেছে 'ইন্দু ৩'। 

 

 

 

 

"ইন্দু’ সিরিজের প্রথম ও দ্বিতীয় সিজ়ন নিয়ে ‘হইচই’ কম হয়নি। প্রথম সিজেনের পর বিপুল প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা। এমনকী সেই ‘ইন্দু’ তৈরি হয়েছে তেলুগুতে। শুধু তেলুগু নয়, আরও বেশ কিছু অন্য ভাষাতেও তৈরি হতে চলেছে এই সিরিজটি। এই সুখবরটি প্রথম জানিয়েছিলেন নতুন ইন্দু। তিনিও দর্শক মহলে বেশ জনপ্রিয়। ‘বালিকা বধূ’ সিরিয়ালে তাঁকে দেখেছিলেন দর্শক। তিনি অবিকা গোর।

 

 

 

 

২০২৩ সালে খবরটি প্রকাশ্যে এনে সমাজমাধ্যমে তিনি লেখেন, “ইশাই হলেন আসল ইন্দু। তুমি যা বেঞ্চমার্ক তৈরি করেছ, এই চরিত্রে অভিনয় আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।” শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই শুটিং শুরু হবে । তেলুগু ভাষার ‘ইন্দু’ সিরিজটি দেখা যাচ্ছে ডিজনিপ্লাস তেলুগুতে। তবে তেলুগু ভাষায় এই সিরিজের নাম 'ইন্দু' নয়, 'ভাধুবু' নামে দেখা যাচ্ছে এই সিরিজটি। তেলুগু ভাষাতেও দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছে এই সিরিজ।

 

 

 

 

'ইন্দু'র রহস্য সমাধানের জন্য বহুদিন ধরেই অপেক্ষায় আছেন দর্শক। এবার কি তার সমাধান হবে? উত্তর মিলবে কে রয়েছে এই চক্রান্তের মূলে? নাকি গল্পের মোড়ে আবারও হারিয়ে যাবে রহস্য-রোমাঞ্চের খেলা? তবে জানা যাচ্ছে, এবার নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন দর্শক। কারণ, এবারের সিজনেই অপরাধীর মুখোশ খুলবেন ইশা সাহা। নায়িকাকে আরও একবার গোয়েন্দা চরিত্রে দেখার জন্য অপেক্ষায় তাঁর অনুরাগীরা।