আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরসুম আসন্ন। এদিকে শীতের কবলে নির্জীব হয়েছে ত্বক। উজ্জ্বলতা ফেরাবেন কোন উপায়ে? 
 ত্বককে আরাম দিতে আইস কিউব ফেসিয়াল কার্যকরী। ত্বক স্টেজ রাখার এটি খুব ভাল উপায়। একটি নরম কাপড়ে একটি আইস কিউব মুড়ে নিন। এবং মেকআপ করার আগে এটি মুখে আলতো করে ঘষে নিন। এতে ত্বকের ফোলাভাব কমে। আপনার ত্বকের প্রাকৃতিক আভা বাড়ে। ফলে সাজলে আপনাকে আরও সুন্দর দেখায়। 
অনেক সময়ে শীতকালে মাস্কারা শুকিয়ে যায়। এক কাপ গরম জলে কয়েক মিনিটের জন্য সেটা রেখে দিন। তাহলেই সেটি ব্যবহার করতে পারবেন। তাপ ফর্মুলাটিকে নরম করতে সাহায্য করে। আর মেকআপ নিখুঁত করে তুলতে একটা মাস্কারার স্ট্রোক খুবই প্রয়োজনীয়। 
এমন একটি লিপস্টিক বেছে নিন যা বিয়ের সময় স্মাজ হবে না। এবং বার বার আপনাকে লিপস্টিক লাগাতে হবে না। ঠান্ডা আবহাওয়ার কারণে আপনার ঠোঁট ফাটতে পারে। তাই একটি ময়শ্চারাইজিং লিপস্টিক বেছে নিন। আপনার ঠোঁটকে ময়েশ্চারাইজ করার জন্য আপনি লিপস্টিক লাগানোর আগে লিপবামও লাগাতে পারেন।
শীতের শুষ্কতার সঙ্গে মোকাবিলা করার জন্য একটি পুষ্টিকর, সমৃদ্ধ ময়েশ্চারাইজার বেছে নিন। শিয়া বাটার , হায়ালুরোনিক অ্যাসিড, অলিভ অয়েল-- এই উপাদানগুলো যেন থাকে তাতে। শীতকালেও আপনার ত্বককে রোদ থেকে রক্ষা করা জরুরি। ক্ষতিকারক UV রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করতে SPF 50 এবং PA+++ সুরক্ষা-সহ সানস্ক্রিন ব্যবহার করুন। 
 গ্ল্যাম লুক সম্পূর্ণ করতে হাইড্রেটিং সেটিং স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। একটি হাইড্রেটিং মেকআপ সেটিং স্প্রে দিয়ে আপনার মেকআপ শেষ করুন। এটি শুধুমাত্র আপনার মেকআপ সেট করতে সাহায্য করে না, বরং আর্দ্রতা যোগ করে একটা সতেজ ভাব ফুটিয়ে তোলে।