আজকাল ওয়েবডেস্ক: ঠাকুর দেখতে বেরিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশু সহ দুই মহিলার। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের একটি পুজো মণ্ডপে। নবমীর রাতে পুজো মণ্ডপে জনপ্লাবন দেখা গিয়েছিল এই মণ্ডপে। জানা গিয়েছে, বিপুল ভিড় সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। পুলিশ সূত্রে খবর, পুজো মণ্ডপের গেটের মুখে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড়ের চাপে একটি শিশু কোল থেকে পড়ে যায়। তাঁকে মাড়িয়ে দিয়ে চলে যান আগত দর্শনার্থীরা। দুই মহিলা ওই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ভিড়ের চাপে তাঁরাও পদপিষ্ট হন। অত্যাধিক ভিড় ও পদপিষ্ট হওয়ায় তাদের দমবন্ধ হয়ে আসে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়। শুধু তাই নয় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
