আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরে রেকর্ডের পর রেকর্ড। আরও একবার রেকর্ডবুকে নাম তুললেন ঋষভ পন্থ। এবার ছক্কার রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৪টি ছয় হাঁকানোর নজির গড়লেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ছাপিয়ে গেলেন ভিভিয়ান রিচার্ডসকে। ১৭ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্ট খেলেছেন ক্যারিবিয়ান তারকা। হাঁকান ৩৪টি ছয়। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২তম টেস্টেই এই সংখ্যা ছাপিয়ে যান পন্থ। তাঁর নামের পাশে এখন ৩৫টি ছয়। ৫৯তম ওভারের শেষ বলে বেন স্টোকসকে ছয় মেরে এই রেকর্ড করেন। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ছয় মারার তালিকায় ঋষভ পন্থ, ভিভ রিচার্ডসের পর রয়েছেন টিম সাউদি, যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। ৩০টি ছয় মারেন কিউয়ি তারকা। ২৭ এবং ২৬ যশস্বী ও শুভমনের।
লর্ডসে আরও দুটো নজির গড়েন পন্থ। ছাপিয়ে যান এমএস ধোনিকে। ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে ইংল্যান্ড সফরে সবচেয়ে বেশি রানের রেকর্ড করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে প্রথম ভিজিটিং উইকেটকিপার ব্যাটার হিসেবে ৪০০ রান পেরিয়ে যান। ছয়ের সংখ্যায় ছুঁয়ে ফেলেন রোহিত শর্মাকে। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় প্রাক্তন অধিনায়কের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ঋষভ। দু'জনের ছয়ের সংখ্যা ৮৮। নিজের ৪৬তম টেস্টে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন পন্থ। রোহিতের লেগেছিল ৬৭টি টেস্ট। ৯০টি ছক্কা হাঁকিয়ে এক নম্বরে বীরেন্দ্র শেহবাগ। তাঁর রেকর্ড ভাঙা শুধুমাত্র সময়ের অপেক্ষা। হাতের চোটের তোয়াক্কা না করে সাহসী ব্যাটিং তারকা ক্রিকেটারের।
ইংল্যান্ডের রানের ধারেকাছে পৌঁছতে কেএল রাহুল এবং ঋষভ পন্থের ভরসায় ছিল টিম ইন্ডিয়া। মান রাখেন দু'জনেই। তৃতীয় উইকেটে ১৪১ রান যোগ করে এই জুটি। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ছিল ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ১৪৫। কিছুটা চাপে ছিল ভারত। কিন্তু রাহুল-পন্থ জুটি দলকে ট্র্যাকে ফেরায়। আঙুলের চোট নিয়ে অর্ধশতরান পন্থের। ১১২ বলে ৭৪ রান করে আউট হন। জোড়া ছক্কা হাঁকিয়ে নয়া নজির গড়েন। লাঞ্চের ঠিক আগের ওভারে রান আউট হন। অন্য প্রান্তে শতরান করেন রাহুল। ১৭৭ বলে ১০০ করে আউট হন। ইনিংসে ছিল ১৩টি চার। এই দুইয়ের কাঁধে ভর করে প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। তিনশোর গণ্ডি পেরিয়েছে ভারত।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রান তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে যায় ভারতীয় দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দ্রুত ফিরে যান শুভমন গিল। প্রথম দুই টেস্টে তিনটে শতরান তরুণ নেতার। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। কিন্তু শুক্রবার লর্ডসে বিশেষ সুবিধা করতে পারেননি গিল। মাত্র ১৬ রানে আউট হন। ওকসের বলে স্মিথের হাতে ধরা পড়েন। রান পাননি যশস্বী জয়েসওয়ালও। তিনটে চার মেরে শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ১৩ রানে আউট হন। তিন নম্বরে নেমে শুরুটা ভাল করেন করুণ নায়ার। কিন্তু লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। ৬২ বলে ৪০ রান করে আউট হন।
