সংবাদসংস্থা মুম্বই: "ডাঙ্কি"র সাফল্যের মধ্যেই আরও একটি সুখবর তাপসী পান্নুর জীবনে। তাঁর ইনস্টাগ্রামের টাইমলাইন জুড়ে এখন শুধুই প্রেমের মরশুম। সাম্প্রতিক একটি পোস্টে দেখা গিয়েছে বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো-এর কোলে বসে রয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ আর শাড়িতে সেজেছেন তিনি। বো পরেছেন একটি ঢিলেঢালা সাদা সবুজ প্রিন্টেড শার্ট আর জিন্স। অভিনেত্রীর স্বপ্নের পুরুষ আদতেনা তিনি অভিনয় জগতের কেউ নন। বোয়ে, একজন বিখ্যাত ডেনিশ ব্যাডমিন্টন খেলোয়াড়। এই মুহূর্তে ভারতের জাতীয় ব্যাডমিন্টন দলের হয়ে পুরুষদের ডাবলসে কোচিং করছেন তিনি। তাঁকে দেখে কী বলছে নেটপাড়া।




কয়েকজনের মতে, "বোয়ে একেবারেই মাটির মানুষ"! আবার সমারা  কটূক্তি করতেও ছাড়েননি। অনেক ব্যবহারকারীদের মতেই, "বোয়ে নাকি নায়োকচিত নন। "" তবে বিতর্ক , সমালোচনায় কান দিতে নারাজ "পিঙ্ক" অভিনেত্রকিছুদিন আগেই অভিনেত্রী জাহ্নবী কাপুরের একটি সাক্ষাৎকার নিয়ে বলিপাড়ায় বেশ চর্চা হয়েছিল। অভিনেত্রী জানিয়েছিলেন, অভিনেতাদের সঙ্গে ডেট করা খুবই মুশকিল। অভিনেতাদের অবসেসড থাকতে হয়, এটাই নাকি স্বাভাবিক। একই পেশার মানুষদের সঙ্গে তাই ডেট করতে নারাজ জাহ্নবী। একই পথে হাঁটছেন তাপসী? তেমনটাই মনে করছে বলিপান্নু ২০১০ সালে তেলগু ছবি "ঝুম্মান্দি নাদাম" দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরিচালক ডেভিড ধাওয়ানের কমেডি ছবি "চশমে বদ্দুর" দিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিনেত্রীর অভিষেক হয় ২০১৩ সালে। হিন্দি স্পাই ফিল্ম "বেবি" (২০১৫) এবং কোর্টরুম ড্রামা "পিঙ্ক" (২০১৬) এ নজর কেড়েছিলেন অভিনেত্রী। পাড়া।
ী।
লোচ কে?