সংবাদসংস্থা মুম্বই: কখনও ফ্লোরাল ড্রেসে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে চুল নিয়ে খেলছেন তিনি, যেন ছোট্ট মেয়ে। কখনও বা ভিকি কৌশলের বাহুলগ্না। কখনও আবার সেলফি তুলছেন দুজনে আনন্দে। রাজস্থানে নতুন বছর উদযাপনের টুকরো ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন ক্যাটরিনা কইফ নিজেই।
সবুজ রঙের সোয়েটার পরেছেন ভিকি। ফ্লোরাল ডিজাইনের সাদা পোশাকে সেজেছিলেন ক্যাটরিনা। অভিনেতার কোলে বসে সূর্যাস্তের নির্মল দৃশ্য উপভোগ করছিলেন জুটিতে । ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "তিনটে সুন্দর দিন। প্রেমে, আরামে, শীতের মরশুমের সূর্যাস্তে। যদিও এটি নতুন বছর কিন্তু আমার কাছে এটা এখন মেরি ক্রিসমাস।" ১২ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্যাটরিনা ও বিজয় সেতুপতির "মেরি ক্রিসমাস", সেই উল্লেখই তিনি করেছেন পোস্টে।
পাশাপাশি অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সকলের জন্য মনের শান্তি, স্বাস্থ্য, সুখ এবং ভালবাসা কামনা করেছেন তিনি।
তামিল অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের ছবি "মেরি ক্রিসমাস"-এ নতুন বছরে দেখা যাবে ক্যাটরিনাকে। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ছবিটির ট্রেলর অনেক কৌতূহল জাগিয়েছে অনুরাগীদের মনে । এছাড়াও আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ফারহান আখতারের আসন্ন ছবি "জি লে জারা" ছবিও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
ভিকিকে শেষ দেখা গিয়েছিল মেঘনা গুলজার পরিচালিত "স্যাম বাহাদুর" ছবিতে। তাঁকে পরবর্তীতে একটি রোমান্টিক ড্রামা ছবিতে দেখা যাবে। আনন্দ তিওয়ারি দ্বারা পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি এবং অ্যামি ভিরিক।
সবুজ রঙের সোয়েটার পরেছেন ভিকি। ফ্লোরাল ডিজাইনের সাদা পোশাকে সেজেছিলেন ক্যাটরিনা। অভিনেতার কোলে বসে সূর্যাস্তের নির্মল দৃশ্য উপভোগ করছিলেন জুটিতে । ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "তিনটে সুন্দর দিন। প্রেমে, আরামে, শীতের মরশুমের সূর্যাস্তে। যদিও এটি নতুন বছর কিন্তু আমার কাছে এটা এখন মেরি ক্রিসমাস।" ১২ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্যাটরিনা ও বিজয় সেতুপতির "মেরি ক্রিসমাস", সেই উল্লেখই তিনি করেছেন পোস্টে।
পাশাপাশি অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সকলের জন্য মনের শান্তি, স্বাস্থ্য, সুখ এবং ভালবাসা কামনা করেছেন তিনি।
তামিল অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের ছবি "মেরি ক্রিসমাস"-এ নতুন বছরে দেখা যাবে ক্যাটরিনাকে। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ছবিটির ট্রেলর অনেক কৌতূহল জাগিয়েছে অনুরাগীদের মনে । এছাড়াও আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ফারহান আখতারের আসন্ন ছবি "জি লে জারা" ছবিও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।
ভিকিকে শেষ দেখা গিয়েছিল মেঘনা গুলজার পরিচালিত "স্যাম বাহাদুর" ছবিতে। তাঁকে পরবর্তীতে একটি রোমান্টিক ড্রামা ছবিতে দেখা যাবে। আনন্দ তিওয়ারি দ্বারা পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি এবং অ্যামি ভিরিক।
