সংবাদসংস্থা, মুম্বই: জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তাঁর শান্ত স্বভাবের জন্য পরিচিত। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে এক অনুরাগীর সঙ্গে কথা বলার সময় মেজাজ হারাতে দেখা গিয়েছে। ঠিক কী হয়েছিল? একজন অতি উৎসাহী প্রশংসক নিরলসভাবে শিল্পীর গাড়ির দিকে এগিয়ে আসেন। ওই ব্যক্তি গাড়িতে ছিলেন। এবং অবিরামভাবে হর্ন বাজাচ্ছিলেন। এই নিয়েই মেজাজ হারান শিল্পী। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেই ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাতেই কথা বলছিলেন অরিজিৎ। 'আপনি কী জানেন যে কত বার হর্ন বাজিয়েছেন? আপনার বয়স কত?' ওই ব্যক্তির কাছে জানতে চান শিল্পী। জবাব আসে ২৩। শিল্পী এবার জানতে চান, 'তার মানে আপনি সাবালক। এবং শুধুমাত্র একটা সেলফি তোলার জন্য আপনি এই কাজটা করলেন। বেশ আসুন সবাইকে থামিয়ে দিয়ে সেলফি তুলি। না হলে আপনাকে যেতে দেব না'। এই ঘটনায় অবাক হয়ে যান ওই ব্যক্তি। অরিজিৎ সিং 'আশিকি ২' এর "তুম হি হো" গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। রাতারাতি সেই গান হিট হয়েছিল। তার পরে "চান্না মেরেয়া," "রাবতা," "আগর তুম সাথ হো," এবং "ছোড় দিয়া" একের পর এক গান হিট হয় তাঁর কণ্ঠে। সম্প্রতি সুপারস্টার সলমান খানের  'টাইগার ৩' ছবির "লেকে প্রভু কা নাম" গানটিও গেয়েছেন তিনি।