আজকাল ওয়েবডেস্ক: পুজোর সময় মর্মান্তিক দুর্ঘটনা মালদহে। অষ্টমীতে সারা রাত ঠাকুর দেখে ভোরে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা। নবমীর সকালে মৃত্যু দুই ভাইয়ের। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। মৃতরা হলেন নাম অভিষেক হালদার (২৭) এবং সুজন হালদার (২২)। তাঁরা হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে, পুজোর জন্য নতুন বাইক কিনেছিলেন দুই ভাই। সেই বাইক রবিবার রাতে বাড়িতে আসে। নতুন বাইক নিয়েই রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন দুজনে। কথা ছিল, সারারাত ঠাকুর দেখে ভোরে বাড়িতে ফিরবেন। বাড়ি ফেরার পথে মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায় একটি মিনি বাসের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান সুজন। মালদহ মেডিক্যাল কলেজে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় অভিষেককে। সেখানে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, দুই ভাইয়ের মাথায় হেলমেট ছিল না। পুলিশ ইতিমধ্যেই মিনি বাসটি আটক করেছে।
