আজকাল ওয়েবডেস্ক: গরবা নাচতে নাচতে বিপত্তি। নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হল গুজরাটে। যে ১০ জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সি হল ১৩ বছরের এক কিশোর। গত ২৪ ঘণ্টায় পরপর এমন মর্মান্তিক ঘটনায় উৎসবের মরসুমেই শোকের ছায়া গোটা রাজ্যে।  জানা গিয়েছে, নবরাত্রির আগে ছয় দিন ১০৮ অ্যাম্বুল্যান্স এমার্জেন্সি সার্ভিসে ৫২১টি ফোন এসেছে।এরপরই প্রশাসনের তরফে রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী গরবার আয়োজকদের নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থলে অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসকের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভাদোদরায় ১৩ বছরের বৈভব সোনির মৃত্যু হয়েছে। গরবা নেচে বাড়িতে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে আকস্মিক এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে সাইকেল থেকে একবার সে পড়ে গিয়েছিল। তার বুকে হালকা ব্যথা অনুভব করে। হার্ট অ্যাটাকেই মৃত্যু কি না, তা এখনও জানা যায়নি।