আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার রাজ্যজুড়ে শুরু হল অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ। সম‌স‌্যায় দেশের অন্তত ৮১ কোটি মানুষ। মঙ্গলবার সকাল থেকে কেষ্টপুর–সহ বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার হাতে পথে নামেন রেশন ডিলাররা। খাদ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাঁদের।
প্রসঙ্গত, ধর্মঘটের জেরে গোটা রাজ্যে ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। সেদিন সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ‘‌রেশন ডিলারদের মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হওয়া চাই। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিনের দাবিগুলি না মানার কারণে এবং সেগুলির দায় রাজ্য সরকারগুলির উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য রেশন বনধে্র সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’‌