শনিবার ০২ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | 'গাছের পিছনে ওইসব রোম্যান্স করতে ভাল লাগে না'-মুম্বইয়ে পায়ের তলার মাটি শক্ত করার লড়াই নিয়ে কী বললেন অভিষেক ব্যানার্জি?

শ্যামশ্রী সাহা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুন ২০২৫ ১৫ : ০৫Snigdha Dey

মায়ানগরীর হাতছানি এড়াতে পারেননি। সবছেড়ে মুম্বই। ‘হাতোড়া ত্যাগী’ থেকে ‘গৌতম বনশল’ হয়ে ওঠার লড়াইটা ঠিক কেমন? খোলামনে ধরা দিলেন অভিনেতা, কাস্টিং ডিরেক্টর অভিষেক ব্যানার্জি। শুনলেন শ্যামশ্রী সাহা

 

কেমন আছেন?

 

খুব ভাল আছি।

 

গৌতম বনশল কি ‘হাতোড়া ত্যাগী’কে ছাপিয়ে গেল?

 

‘স্টোলেন’ সবাই দেখছেন। দেশ-বিদেশে প্রশংসা পাচ্ছে। ভাল লাগছে।

 

 

গৌতম, জনা, জাফা- এবার কি ‘হাতোড়া ত্যাগী’ নামটা থেকে বেরোতে পারলেন?

 

 

পেরেছি। তবে কী জানেন তো, দর্শক আমাকে যে কোনও নামেই মনে রাখতে পারেন। সেটা হাতোড়া ত্যাগী, জনা, গৌতম- যে নামই হোক। দর্শক তো আমার অভিনীত চরিত্রগুলোই পছন্দ করছেন। 

 

 

‘রাণা নাইডু’র সেকেন্ড সিজন আসছে, জাফাকে এবার দর্শক কীভাবে পাবে?

 

জাফাকে দর্শক এবার অন্যরকম দেখবে। ভালবেসে ফেলবে।

 

এই চরিত্রটা কেন বাছলেন?

 

জাফা একটা দারুণ চরিত্র। অনেক শেডস আছে। একটা চরিত্রে নিজেকে অনেকবার ভাঙতে পেরেছি। জাফা একটা হিলিং প্রসেস। ওর ভিতরের মানুষটাকে বুঝতে হবে। ওই চরিত্রটা কোনও সোজা লাইনে চলে না। কখনও ও খুব ভীতু, কখনও খুব সাহসী, কখনও বোকা, তো কখনও বেশ বুদ্ধিমান। একই সঙ্গে ওর মধ্যে একটা বাচ্চা, আবার একটা পরিণত মনের মানুষ লুকিয়ে আছে। পরিস্থিতি অনুযায়ী ও রিঅ্যাক্ট করে। এই চরিত্রটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি। 

 

 

কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে মুম্বই চলে গেলেন অভিনেতা হতে, কেমন ছিল এই সফর?

 

 

বাড়িতে খুব আপত্তি ছিল। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যার কোনও ডিগ্রি নেই, কাজ নেই, সে যদি বলে মুম্বই যাবে অভিনয় করতে, সবাই তো ভ্যাবাচাকা খেয়ে যাবেই। ‘‘তুই মুম্বই যাবি! অভিনয় করবি! তোর মাথা খারাপ হয়ে গিয়েছে?’’ এসব কথা শুনতে হয়েছে অনেক। একমাত্র মা আমাকে সাপোর্ট করেছিলেন। বলেছিলেন ‘‘ওকে যেতে দাও।’’ কিরোরি মাল কলেজে মায়ের জন্যই ভর্তি হতে পেরেছিলাম। এখন অনেক ভাল অভিনেতাদের সঙ্গে কাজ করছি। এখনও শিখছি। খুব ইন্টারেস্টিং জার্নি। নিজেকে সেই জায়গায় দেখতে চাই, যেটা আমার পারফেক্ট ভার্সান। এখনও তা হতে পারিনি। চেষ্টা করছি, অপেক্ষা করছি সেই সময়টার, যেদিন বলতে পারব, নিজেকে যে জায়গায়, যে চরিত্রে দেখতে চাই- সেটা করতে পেরেছি। এটাই অভিষেক ব্যানার্জি। 

 

 

অভিনেতা থেকে কাস্টিং ডিরেক্টর, কীভাবে?

 

 

দেখুন, এতকিছু করে মুম্বই এসেছি, কিছু তো করতে হবে। অ্যাসিট্যান্ট ডিরেক্টর হতে পারতাম, কিন্তু ওটা পছন্দের জায়গা ছিল না। হঠাৎ করে সুযোগ এসে গেল কাস্টিং-এ ইনটার্নশিপ করার। অভিনেতাদের বাছাই করা, তাঁদের চরিত্র নিয়ে বোঝানো- এই আর্টফর্ম নিয়েই তো কাজ করতে চেয়েছি। অনেক দক্ষ অভিনেতার সঙ্গে সম্পর্ক হয়েছে। এডি তো অ্যাকটিং করতে পারে না। কিন্তু কাস্টিং ডিরেক্টররা কিউ দিতে পারে ফ্লোরে। আর একটা বিষয় হল, মুম্বইয়ের মতো জায়গায় যখন কোনও কাজ করে পয়সা পাওয়া যাচ্ছে, তো কেন করব না! ‘কাস্টিং বে’ এখন একটা কোম্পানি। আনমোল আহুজাই প্রধান। আমি শুধু পার্টনার।

 

 

খড়্গপুর থেকে মুম্বই- কোনও স্ট্রাগল নেই?

 

সমস্যা কি জানেন, কাজ খোঁজাটাকে যদি স্ট্রাগল বলি, তাহলে এই স্ট্রাগল তো সবাইকেই করতে হয়। ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণির মানুষকে লড়াই করতে হয়। আমরা কষ্টটাকে নিয়ে বেশি ভাবি। এটা না করতে পারলে সফল হওয়া যায় না। সেই সঙ্গে দরকার ডেডিকেশন, কমিটমেন্ট, ভিশন। শুধু হার্ডওয়ার্ক করে কিছু হয় না। বুলি করা বা ছোট করা, এটা সব প্রফেশনে আছে। কীভাবে সামলাবেন, সেটা জানতে হবে। এদিকে থেকে আমি খুব লাকি! অভিযোগ করার মতো কিছু আমার সঙ্গে ঘটেনি। আমি স্যান্ট্রো গাড়িতে ঘুরতাম, বিদেশেও যেতাম। অভিনয় করব বলে জীবনকে থামিয়ে দিইনি। ‘ব্যাটল অফ সাকসেস’ যাকে বলে, সেটা লোনলি ব্যাটল। যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। আমি তো বলব মনের জোর না থাকলে সব ছেড়ে মুম্বইয়ে অভিনয় করতে এসো না। 

 

 

কাস্টিং ডিরেক্টর বলে পছন্দের কোনও চরিত্র ছাড়তে হয়েছে?

 

 

২০১৮-র পরে কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করা কমিয়ে দিয়েছি। অভিনয়ে ফোকাস করেছি। ‘ঘনচক্কর’-এ যেটা নমিত দাশ করেছিল, ওটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু অডিশনে ফেল করেছিলাম।

 

তারপর?

 

তখন মনে হয়েছিল আমি ভাল অভিনেতা নই। ওই ছবির কাস্টিং ডিরেক্টর ছিলাম। পরিচালকও আমাকে চিনতেন, তা-ও ফেল করলাম! আরও ভাল অভিনেতা হিসাবে প্রমাণ করার প্রস্তুতি নিতে শুরু করলাম। তারপরে পায়ের নীচে মাটি পেলাম। ওই রিজেকশানটা আমাকে ভাল অভিনেতা হতে সাহায্য করেছিল। 

 

 

মুম্বইয়ে অভিনেতাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দেখে কাস্টিং করা হয়?

 

(একটু থেমে) হ্যাঁ, করা হয়। অনেকেই হয়তো করেন। এটা প্রাথমিক নিয়ম। আমি কোনও দিন ফলোয়ার্স দেখে কাস্ট করিনি। কাজ দেখে কাস্ট করি। স্বস্তিকা মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়কে কাজ দেখেই কাস্ট করেছি। ফলোয়ার্স যতই হোক, ক্যামেরার সামনে এসে অভিনয় করতে হবে, তাতে পাশ করতে হবে। আজকের প্রজন্মকে একটা কথা মাথায় রাখতে হবে- এটা তিরিশ-চল্লিশ বছরের লম্বা সফর। এখানে ক্যামেরার সামনে নিজের সেরাটা দেওয়াই শেষ কথা। 

 

 

আপনার চরিত্রে ব্লাডশেডস খুব বেশি, এই ধরনের চরিত্রই পছন্দের? 

 

খুব পছন্দের। অ্যাকশন করতে খুব ভাল লাগে। খুব এনজয় করি।

 

 

রোম্যান্স করতে ভাল লাগে না?

 

রোম্যান্স... গাছের পিছনে ওইসব রোম্যান্স করতে ভাল লাগে না। তবে ‘ডর’ -এর শাহরুখের মতো ডার্ক-রোমান্টিক চরিত্র করতে পারি।

 

 

শূন্য থেকে শুরু করে আজ কোথায় দাঁড়িয়ে আছেন?

 

(একটু ভেবে) খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আছি। অনেক সুযোগ আছে, সেটা কাজে লাগাতে চাই। শুধু নিজের জন্য ইন্ডাস্ট্রিকে ব্যবহার না করে, ইন্ডাস্ট্রিকেও কিছু দিতে চাই। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভারতীয় ছবিকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে চাই। ভারতীয় সিনেমার যে মধ্যবিত্ত তকমা আছে, সেটা ঘোচাতে চাই।

 

 

টালিগঞ্জ থেকে তো অনেক অভিনেতাকে বলিউডে নিয়ে গিয়েছেন। আপনি কবে বাংলা ছবিতে আসবেন?

 

অনেক স্ক্রিপ্ট পড়ছি। এখনও ফাইনাল কিছু করিনি। একটা ছবিতে কাজ করার ইচ্ছা ছিল। গল্পটা রিইউনিয়নের। আবীর চট্টোপাধ্যায় ছিলেন। হিন্দি ছবি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কাজটা করা হয় নি। এখন সত্যিই বাংলা ছবিতে কাজ করতে চাই। বাংলার দর্শকের ভালবাসা পেতে চাই।

 

 

কোনও পছন্দের পরিচালক?

 

গল্পটা পছন্দের হতে হবে।


নানান খবর

মালাইকা নন, অনুষ্কার প্রেমে পাগল ছিলেন অর্জুন কাপুর! করণ জোহরের মুখ ফসকে বেরিয়ে এল কোন গোপন কথা?

ফের ছোটপর্দায় জুটি বাঁধছেন বিক্রম-ঐন্দ্রিলা! কোন চ্যানেলে নতুন রূপে দেখা যাবে দুই তারকাকে?

'রাজনন্দিনী'র আসল পরিচয় সামনে এল! 'আর্য' বিবাহিত জানার পরে কী করবে এবার 'অপর্ণা'? 

৪২-এ কীভাবে মা হবেন ক্যাটরিনা? বেছে নেবেন আইভিএফ পদ্ধতি! নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই জল্পনা নেটপাড়ায়

জাতীয় পুরস্কার হাতে পেয়ে আবেগে ভাসলেন করণ জোহর, সেরা অভিনেত্রীর সম্মান কাকে উৎসর্গ করলেন রানি?

'এই পুরস্কার ভরসা দিল...' বাংলা ছবি 'ডিপ ফ্রিজ' জাতীয় পুরস্কার পাওয়ায় আর কী বললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়?

কেন স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হয়েছেন রিয়া গঙ্গোপাধ্যায়? ফের বিস্ফোরক অভিনেত্রী

মাকে হারিয়ে তৈরি হয়েছিল ‘ডিপ ফ্রিজ’, আজ তাঁর আশীর্বাদেই এল জাতীয় পুরস্কার: অর্জুন দত্ত

অবশেষে ‘বাদশা’ নিজের প্রাপ্য পেলেন! প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

পরমব্রত-অনির্বাণদের মুখোমুখি স্বরূপ বিশ্বাস! প্রথম বৈঠকে কতটা মিটল টলিউডের অশান্তি?

প্রথমবার জুটি বাঁধছেন রাহুল-সুদীপ্তা, কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?

রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন সলমন খান? কোন দলকে সমর্থন করে নতুন পদক্ষেপ নিচ্ছেন 'ভাইজান'?

হু হু করে কমছিল ওজন, মাত্র দু'বছরের সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিনেত্রী! কী হল তারপর?

ধারাবাহিকের সেটে উথালপাথাল প্রেম! পরিচালককে মন দিয়ে বসলেন টলিপাড়ার নায়িকা, কী চলছে পর্দার আড়ালে?

সুন্দরী মেয়ের ‘ইজ্জত’ বিক্রি করেই মোটা টাকা কামাতেন হাল্ক হোগ্যান? শিউরে ওঠার মত কী কী দাবি প্রয়াত কুস্তিগিরের জামাই?

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এ কী করে বসলেন রাহুল গান্ধী! মৃত নেতাকে নিয়ে টানাটানি শুরু করলেন

ক্রিকেটে শূন্য, উত্ত্যক্ত করার খেলায় একশোয় একশো, আর কত নীচে নামবে ইংল্যান্ড!

বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ ভেঙে পড়ল জয়রাইড, উপর থেকে ছিটকে পড়লেন সকলে, মর্মান্তিক পরিণতি

বীরুর সঙ্গে তুলনা, ভারতীয় ওপেনারকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন তারকার

এই নথি জমা না দিলেই বন্ধ হবে পেনশন, ঝামেলা এড়াতে সতর্ক থাকুন পেনশনভোগীরা

বুধের চালে ৪ রাশির ভয়ঙ্কর দুঃসময় শেষ! সব বাধা কাটিয়ে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যা ছোঁবেন তাই সোনা

‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ঘণ্টার পর ঘণ্টা কাজ! সতর্ক না থাকলেই কামড়ে ধরবে মারাত্মক রোগ!

মাঝে মাঝেই দাঁড়াতে গিয়ে হাঁটু সোজা করতে পারেন না? নেপথ্যে লুকিয়ে থাকতে পারে ৫ ভয়ঙ্কর কারণ

শুধু পেট সাফই নয়, একাই বশে রাখে সুগার-কোলেস্টেরল! নিয়মিত এক চামচ পেটে গেলেই জব্দ হবে হৃদরোগ

ওভালে আকাশ ছুঁলেন বাংলার দীপ, পন্টিং বলেছিলেন ঘুসি মারবেন, বঙ্গপেসার সবক শিখিয়ে গেলেন ইংল্যান্ড ও অজি প্রাক্তনকে

প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা, গৃহপরিচারিকাকে ধর্ষণে দোষী সাবস্ত্য প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি

পার্ক সার্কাসে ওষুধের কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

সাদা মাথা কালো হবে! অল্প বয়সেই চুলে পাক ধরা আটকাতে সময় থাকতে মেনে চলুন তিনটি ঘরোয়া পদ্ধতি

প্রেমিক জুটছিল না... 'ওখানে' শেভ করে তাক লাগিয়ে দিলেন বিশ্বের সবচেয়ে 'লোমশ সুন্দরী'

শিবের মতো নীল হয়ে যায় গায়ের রং! বিরল অবস্থার খোঁজ পেলেন বিজ্ঞানীরা

'মোদির নাম বলতে জোর করেছিল', মালেগাঁও মামলায় বেকসুর খালাস পেয়েই বিস্ফোরক প্রজ্ঞা ঠাকুর

কথার যুদ্ধে জিততে হলে আপনাকে এই বইগুলি পড়তেই হবে, তারপরই কেল্লাফতে

শচীনকে ছাপিয়ে গেলেন সিরাজ, আন্তর্জাতিক ক্রিকেটে মেগা মাইলস্টোন

নিজেকে ফিট রাখতে গিয়েই শেষ, মাত্র বাইশেই চলে গেলেন বাংলার উঠতি ক্রিকেটার

অশনি সংকেত! অতি প্রবল বৃষ্টি ৫ জেলায়, জারি লাল সতর্কতাও, আগামী সপ্তাহেও চরম দুর্ভোগ এই জেলাগুলিতে

'আমার কাঁধে হাত রাখলে আকাশ ঘুসি খেত', বঙ্গপেসারের কাণ্ড দেখে পন্টিং উত্তেজিত, ফিরে যাচ্ছেন পুরনো দিনে

খরচ হবে না একটাকাও, উল্টে রাজ্যের কোষাগারে ঢুকবে কোটি কোটি টাকা, সমাধান হবে নদী ভাঙনের সমস্যা

লিঙ্গাগ্রের চর্মচ্ছেদ উৎসবে রক্তারক্তি! মৃত্যু ৩৯ কিশোরের, গুরুতর জখম হয়ে বিকলাঙ্গ বহু

বুমরাহ নেই তো কী, সিরাজ তো আছেন! তবুও নায়ক হবেন না হায়দরাবাদি, জুটবে কাঁটার মুকুট

সোশ্যাল মিডিয়া