আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি উদ্বোধন রাম মন্দিরের। আর সেদিনই বাণিজ্য নগরীকে আলোয় মুড়ে ফেলার প্রস্তাব দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। একনাথ শিন্ডে রবিবার বৃহন্মুম্বই পুরসভার কাছে আর্জি জানান, ওইদিন মুম্বইয়ের প্রতিটি বাড়ি, মন্দির আলোর মালায় সাজানোর। কার্যত সেদিন দীপাবলী উদযাপনের আর্জি জানিয়েছেন তিনি। তবে শুধু মুম্বই নয়, মহারাষ্ট্রের সব প্রান্তেই সেদিন আলোর উৎসব পালনের কথা বলেছেন। শিন্ডে বলেন, বালাসাহেব ঠাকরে এবং সমস্ত রাম ভক্তের স্বপ্ন রাম মন্দির। মোদি প্রশস্তি করে বলেন, " মোদিজি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। রেলওয়ে হোক বা বিমানবন্দর, তিনি তাঁর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।" দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২২ তারিখের জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে অযোধ্যা। সাজো সাজো রব চতুর্দিকে। ২২ জানুয়ারি সেখানে দেশের প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ দেশের রাজনীতির প্রথম সারির নেতা এবং অভিনেতা, অভিনেত্রী সহ বহু বিশিষ্ট মানুষের সমাগম হবে।
