আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট খেলার পর ঘামতে ঘামতে ঠান্ডা জল পান। কয়েক মিনিটের মধ্যেই মাঠে মৃত্যু ১৭ বছরের এক কিশোরের। মৃতের নাম প্রিন্স সাইনি।
পুলিশ সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলমোরা জেলায়। দশম শ্রেণির ওই ছাত্র হাসানপুরের বাসিন্দা। সেদিন বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল প্রিন্স। খেলা শেষে মাঠে দাঁড়িয়ে ঠান্ডা জল খেয়েছিল। তারপরেই মাঠের মধ্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। বন্ধুরা সঙ্গে সঙ্গে প্রিন্সের বাড়িতে খবর দেয়।
ঘটনাস্থলে পৌঁছে প্রিন্সকে হাসপাতালে নিয়ে যান বাবা, মা। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে হঠাৎ মৃত্যু হল তার, তা স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কিশোরের মৃত্যু হয়েছে।