বছরশেষে আবারও খবরে জীতু কমল। গুঞ্জন, বছরশেষে ভাগ্য খুলে গিয়েছে অভিনেতার। চলতি বছরে মুক্তি পেয়েছে জিতের ‘মানুষ’। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার নাকি তাঁকে দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এমন খবর ছড়াতেই নড়ে বসেছে টলিউড। একাধিক ফোন গিয়েছে অভিনেতার কাছে। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এমএন রাজের ‘এম ১৬’ ছবির সঙ্গে তিনি আর যুক্ত নন। তারপরেই এই খবর। প্রকৃত ঘটনা কী? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে।

কী বলছেন জীতু? তাঁর কথায়, ‘‘একাধিক সংবাদিক বন্ধুর ফোন সকালে। প্রত্যেকের এক প্রশ্ন, আমি নাকি "খাদান" ছবিতে দেবের সঙ্গে অভিনয় করছি। যা আদৌ সত্যি নয়। এরকম ভুয়ো খবর শুনলে যে কেউ বিব্রত বোধ করবেন। আমিও করছি। তাই বাধ্য হয়ে সামাজিক পাতায় বার্তা দিলাম। যাতে যাঁরা জানেন না তাঁরাও বিষয়টি জেনে যান।’’ জীতুর হাতে তা হলে এখন কী কাজ? অভিনেতার দাবি, সবই ক্রমশ প্রকাশ্য। এক্ষুণি কিছু বলা যাবে না। ইংরেজি নতুন বছর নিয়ে কোনও আলাদা উন্মাদনাও নেই তাঁর। দাবি, ‘‘আমি বাঙালি। বাংলা নতুন বছর নিয়ে বেশি হইচই করি। ইংরেজি বছর প্রতি বছরের মতো আসে, আবার চলে যায়। নতুন বছর নিয়ে বাড়তি কোনও চাওয়াপাওয়া নেই। কোনও প্রতিজ্ঞাও করি না।’’



এই গুজব ছড়ানোর আগে ওরও একটি মিথ্যে খবরে জড়িয়ে পড়েছিলেন জীতু। রক্তিম চট্টোপাধ্যায়ের ‘এম ১৬’-এ না বলার পরেই প্রযোজক-পরিচালকের সাঁড়াশি আক্রমণ, জীতু নাকি নিরাপত্তাহীনতায় ভুগে ছবি থেকে সরে গিয়েছেন। তাঁর সঙ্গে পর্দা ভাগ করার কথা চলছিল সোহম চক্রবর্তী অথবা বাংলাদেশের অপূর্বর। সেই সময় আজকাল ডট ইনকে জীতু জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগলে জিতের সঙ্গে ছবি করতেন না। কারণ, অভিনয়ের আগে শুনেছিলেন, জিত নাকি পর্দায় কাউকে জায়গা ছাড়তে চান না। শোনা যাচ্ছে, জীতুর জায়গায় দেখা যেতে পারে যশ দাশগুপ্তকে।