আজকাল ওয়েবডেস্ক: অন্তর্বর্তী জামিনের ২৪ ঘন্টার মধ্যেই জেলে যেতে হল মেদিনীপুরের বিখ্যাত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ কাঞ্চন ধাড়াকে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার ১৪ দিনের জেল হেফাজতের রায় দিলেন মেদিনীপুর আদালতের বিচারক। বৃহস্পতিবার সন্ধ্যায় জামিন বাতিল করে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক। চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিপালী খামরুই নামে এক মহিলার। তাঁর জরায়ুর অপারেশন করেছিলেন ওই চিকিৎসক। এরপরেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয় মৃতার পরিবার। এই মামলায় বুধবার মেদিনীপুর আদালতে একদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক।

বৃহস্পতিবার ফের শুনানির জন্য আদালতে হাজির করা হয় ওই চিকিৎসককে। সওয়াল-জবাব শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ চিকিৎসক কাঞ্চন ধাড়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এভাবে চিকিৎসকের জেল হেফাজতের ঘটনা এক কথায় নজিরবিহীন বলছে সংশ্লিষ্ট মহল। বৃহস্পতিবার দুপুরে প্ল্যাকার্ড নিয়ে আদালত চত্বরে বিচারকের ঘরের সামনে ধর্নায় বসেন মৃতার মেয়ে কেয়া মাইতি। আদালতের নির্দেশে খুশি হয়েছেন মৃতার পরিবার। মিতার পরিবারের আইনজীবী অপূর্ব চক্রবর্তী বলেন, "পুলিশ কেস ডায়েরি জমা না করায় বুধবার উনি একদিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তারপরের ঘটনা মেদিনীপুর আদালতে নজিরবিহীন। ওই চিকিৎসকের বিরুদ্ধে এরকম আরও আটটি মামলা আছে বলে জানিয়েছেন ওই আইনজীবী।"