সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কান-এ কালো টিকা আলিয়ার
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বলিউডের বহু তারকা। শুরুতে কান-এ যাবেন না বলে ঠিক করেছিলেন আলিয়া ভাট। তবে এবার কানে ডেবিউ করেই ফেললেন আলিয়া। পরনে প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পশ্চিমী ভিন্টেজ লুকে বাজিমাত করলেন আলিয়া ভাট। কিন্তু সাজপোশাক যেমনই হোক, কুনজর এড়াতে দেশি টোটকা ব্যবহার করলেন অভিনেত্রী। আলিয়ার কান-এর লাল গালিচায় হাঁটার ছবি সামনে আসতেই নজর কাড়ল কানের পাশে ছোট্ট কাজলের টিপ। অর্থাৎ কুনজর এড়াতে কালো টিকায় ভরসা করেছেন তিনি।
সুদ-সহ টাকা ফেরালেন পরেশ রাওয়াল
'হেরা ফেরি ৩'-থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। জানা গিয়েছিল পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ-সহ ১১ লক্ষ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন।
যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন সলমন
২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে শহীদ কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সলমন খান, আর পরিচালনায় রয়েছেন অ্যাকশন থ্রিলার ছবিখ্যাত পরিচালক অপূর্ব লাখিয়া! এই ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের জুলাই মাসে, আর মুক্তির লক্ষ্যমাত্রা ২০২৬ সালের প্রথমার্ধ। সূত্র বলছে, এটি হতে চলেছে সলমনের কেরিয়ারের অন্যতম গুরুত্বপর্ণ এবং ভিন্নধর্মী ছবি। ঠিক সেই কারণেই শারীরিক পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছেন 'ভাইজান'। কঠিন শরীরচর্চার মধ্যে দিয়ে নিজের দিনযাপন করছেন তিনি।
