আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ দিল্লির এক প্রাইভেট স্কুলে সিনিয়র সেকেন্ডারি পাবলিক স্কুলে শিক্ষকদের বেতনের নামে চলছে এক ‘ভূতুড়ে লেনদেন’। মাসের শেষে বেতনের টাকা অ্যাকাউন্টে জমা হতেই মিনিটের মধ্যে তা উধাও! একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু মুহূর্তের মধ্যেই ২০-৩০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

একজন প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) বলেন, "আমার প্রকৃত বেতন ১৫,০০০ টাকা। কিন্তু অ্যাকাউন্টে জমা হয় অনেক বেশি, পরে কাটা পড়ে। ফলে আমি প্রকৃত বেতনটাও পাই না।" অভিযোগ উঠেছে, স্কুল কর্তৃপক্ষ নাকি শিক্ষকদের দিয়ে খালি চেক সই করিয়ে রাখে। ব্যাংক অব বরোদার এক অফিসার একে সম্পূর্ণ বেআইনি বলেছেন।

শুধু আর্থিক নয়, কর্মপরিবেশও ভয়ঙ্কর। একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, স্কুলের প্রধান শিক্ষিকার দুর্ব্যবহারের কারণে তারা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। এক মহিলা শিক্ষক, যিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন, তাকেও ছুটি না দিয়ে অপমান ও হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই ‘ভূতুড়ে’ বেতন কেলেঙ্কারি ও মানবিক অবহেলার ঘটনা এখন চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের দাবি তুলেছেন ক্ষুব্ধ শিক্ষকরা।