আজকাল ওয়েবডেস্ক: ট্রাফিকের বকেয়া বিল জমার জন্য বিরাট ছাড় ঘোষণা করল তেলেঙ্গানা সরকার। যাদের ট্রাফিক বিল বাকি রয়েছে তাঁরা ৬০ থেকে ৯০ শতাংশ করে ছাড় পাবেন। এই অফার চলবে ২৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। হায়দরাবাদ পুলিশের ঘোষণা করা এই অফারের সুবিধা অনেকে পাচ্ছেন না বলেও অভিযোগ উঠছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যাবে বলেই জানিয়েছে প্রশাসন। দুচাকার যানবাহনের জন্য ছাড় ৮০ শতাংশ করে দেওয়া হয়েছে। চারচাকার গাড়ি এবং হেভিওয়েট গাড়িগুলির ক্ষেত্রে ছাড়ের হার ৬০ শতাংশ করা হয়েছে। তেলেঙ্গানার কংগ্রেস সরকার জানিয়েছে তাঁরা নির্বাচনী ইস্তাহারে এই ঘোষণা করেছিলেন। নিজেদের কথা অনুসারেই তাঁরা কাজ করছেন। এই ছাড়গুলি অনলাইনে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে এই ব্যবস্থা চালু করাতে খুশি সকলেই।
