আজকাল ওয়েবডেস্ক: ওভারহেড তার সহ ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটি বেঁকে রয়েছে রেললাইনের দিকে। যার জেরে মঙ্গলবার সকালে হাওড়া–আসানসোল মেন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন দেখা দেয়। সকাল সাতটা কুড়ি থেকে প্রায় দু’ঘণ্টা এক লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
রেল কর্তৃপক্ষের অনুমান, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। সেই দরজার সঙ্গে সংঘর্ষের ফলেই বেঁকে যায় বিদ্যুতের খুঁটিটি। ওই লাইন দিয়ে তখন বিকানের–হাওড়া সুপারফাস্ট ট্রেন যাচ্ছিল। ওভারহেড তারের এই দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষেন ট্রেনের চালক। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে।
এরপর মেরামতির কাজে যান রেল আধিকারিকরা। বেলা ৯টা পর্যন্ত হাওড়া–আসানসোলের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। একাধিক ট্রেন এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে ডাউন স্লো লাইন দিয়ে ডাউন লাইনের ট্রেনগুলিকে পার করানো হয়। তবে রানিগঞ্জ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপাতত খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছে। বিকানের এক্সপ্রেসও হাওড়ার দিকে রওনা দিয়েছে। এদিকে সকালে পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষের অনুমান, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। সেই দরজার সঙ্গে সংঘর্ষের ফলেই বেঁকে যায় বিদ্যুতের খুঁটিটি। ওই লাইন দিয়ে তখন বিকানের–হাওড়া সুপারফাস্ট ট্রেন যাচ্ছিল। ওভারহেড তারের এই দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষেন ট্রেনের চালক। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে।
এরপর মেরামতির কাজে যান রেল আধিকারিকরা। বেলা ৯টা পর্যন্ত হাওড়া–আসানসোলের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। একাধিক ট্রেন এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে ডাউন স্লো লাইন দিয়ে ডাউন লাইনের ট্রেনগুলিকে পার করানো হয়। তবে রানিগঞ্জ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আপাতত খুব ধীর গতিতে ট্রেন চলাচল করছে। বিকানের এক্সপ্রেসও হাওড়ার দিকে রওনা দিয়েছে। এদিকে সকালে পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা।
