আজকাল ওয়েবডেস্ক: আরও একটি নজির ভুবনেশ্বর কুমারের। নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বোলার। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হলেন ভুবি। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে এই রেকর্ড গড়লেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার। ২০১১ সাল থেকে কোটিপতি লিগে খেলছেন। একাধিক দলের হয়ে খেলেন। পুনে ওয়ারিয়র্স থেকে শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির হয়েই নিজের সেরাটা দেন।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল। তাঁর ঠিক পরেই দ্বিতীয় স্থানে ভুবনেশ্বর। ১৮৫ ম্যাচে ১৯৩ উইকেট তাঁর। গড় ২৭.০১। ইকোনমি রেট ৭.৬০। রবিবার দিল্লির বিরুদ্ধে ৩৩ রানে ৩ উইকেট নেন। ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে দিল্লি। রান তাড়া করতে নেমে শুরুটা নড়বড়ে হয় আরসিবির। ২৬ রানে ৩ উইকেট হারায়। কিন্তু কোহলি-ক্রুণালের জুটিতে ছয় উইকেটে ম্যাচ জেতে বেঙ্গালুরু। আইপিএলে ভুবনেশ্বরের যাত্রা যারা দেখেছেন, তাঁরা অবাক নয়। বরাবরই পাওয়ার প্লে এবং ডেথ ওভারের বিশেষজ্ঞ তিনি।
