সংবাদ সংস্থা মুম্বই: বলিউডপ্রেমীরা সবসময়ই বড়পর্দায় চমকপ্রদ ‘কাস্টিং কুপ’-এর অপেক্ষায় থাকেন। তিন খান—শাহরুখ, সলমন এবং আমির—একসঙ্গে বড়পর্দায় এলেই যেন স্বপ্নপূরণ! আর না হলে,  শাহরুখের সঙ্গে অক্ষয় কুমারকে একই ছবিতে দেখার ইচ্ছে বহুদিনের। তবে ‘দিল তো পাগল হ্যায়’ ‘ওম শান্তি ওম’ এবং ‘হে বেবি’ ছবিতে কয়েক পশলা মুহূর্তের জন্য তাঁদের একসঙ্গে দেখা ছাড়া আজ পর্যন্ত অন্য কোনও ছবিতে জুটি বেঁধে কাজ করতে দেখা যায়নি।

 

এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, তিনি কি অক্ষয়ের মতো বছরে তিন-চারটি সিনেমা করতে পারবেন বা কোনওদিন অক্ষয়ের সঙ্গে এক ছবিতে কাজ করবেন? তাঁর উত্তর ছিল একেবারে টিপিক্যাল শাহরুখীয় রসিকতায় মোড়া!

 

মুচকি হেসে বাদশার জবাব ছিল –“আমি কী বলি! আমি তো ওর মতো ভোরবেলা ওঠার মানুষ নই।" আসলে অক্ষয় কুমার বলিউডে ‘নিয়মানুবর্তিতা’র প্রতিমূর্তি। ভোরবেলা ঘুম থেকে উঠে সময় মেনে কাজ সেরে ফেলেন। অন্যদিকে শাহরুখ খান কাজ করতে বেশি পছন্দ করেন রাতের দিকে, যখন গোটা শহর ঘুমিয়ে পড়ে। এই প্রসঙ্গে শাহরুখ খোলামেলা স্বীকার করলেন- “আমি ঘুমোতে যাই, যখন অক্ষয় ওঠে। ওর দিন শুরু হয় অনেক আগে। আমি যখন কাজ শুরু করি, তখন ও প্যাকআপ করে বাড়ি ফেরার পথে। তাই ও অনেক বেশি সময় কাজে দিতে পারে। আমি নিজে একেবারে রাতজাগা মানুষ। কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই তো রাতের শুটিং পছন্দ করে না।”

 

তারপর ‘কিং খান’ মজার ছলে যোগ করলেন, “যদি কখনও আমরা একসঙ্গে কাজ করি, তাহলে একে অপরের সঙ্গে সেটে দেখা হওয়াই মুশকিল হবে! ও যদিও যখন শুটিং শেষ করে বেরোবে, তখন আমি ঢুকব (হাসি)।” শাহরুখ আরও বলেন, “অক্ষয়ের সঙ্গে কাজ করতে চাই অবশ্যই। ওর কাজের ধরন অসাধারণ। কিন্তু আমাদের সময়ের মিলটা যে একেবারেই নেই!”