আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে চিন্তা বাড়াচ্ছে করোনার সংক্রমণ। একদিকে নতুন ভাইরাসের হদিশ, অন্যদিকে দিনে দিনে ঊর্দ্ধমুখী করোনার গ্রাফ। তার মাঝেই করোনা আক্রান্ত মন্ত্রী। সোমবার জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সোমবার এই তথ্য জানিয়েছেন। সঙ্গেই জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। করোনা পরিস্থিতির দিকে রাজ্য লক্ষ্য রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নাগপুরে হওয়া সে রাজ্যের শীতকালীন অধিবেশনের শেষদিনে, অর্থাৎ ২০ ডিসেম্বর ধনঞ্জয়ের করোনা পরীক্ষা করানো হয়। ২১ তারিখ থেকে তিনি নিজের বাড়িতেই রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী থেকেছেন এবং এখন তাঁর শরীরে আর করোনার উপসর্গ নেই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বৈঠকে যোগ দিচ্ছেন, কাজ শুরু করেছেন বাড়ি থেকেই।