আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্লে অফে ওঠার রাস্তায় বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১১ রানে হারতে হয়েছে রাজস্থানকে। এটি চলতি মরশুমে রাজস্থানের টানা পঞ্চম ও মোট সপ্তম হার।
ন’ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে। এই অবস্থান থেকে প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে। তবে অঙ্কের হিসাবে এখনও সুযোগ রয়েছে স্যামসনদের কাছে। বাকি পাঁচটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে রাজস্থানকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকেও।
দেখতে হবে যেন চারটির বেশি দল ১৪ পয়েন্টের বেশি না পায়। যদি রাজস্থান ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসেবে অন্যদের চেয়ে এগিয়ে থাকে, তাহলে শেষ মুহূর্তে প্লে-অফে জায়গা পাওয়া অসম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতিতে এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অন্যদিকে গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ইতিমধ্যেই ১২ হয়ে গিয়েছে।
তিন দলেরই পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে। এই তিনটি দল আরও দুটি ম্যাচে জয় পেলে সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের পক্ষে এবারের আইপিএলে আর প্লে-অফে ওঠা সম্ভব হবে না। রাজস্থানের বাকি যে পাঁচটি ম্যাচ রয়েছে, তার মধ্যে একটিও হারা চলবে না। এমনকি একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও, প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে সঞ্জু স্যামসনের দল।
