নিজস্ব সংবাদদাতা: রোমান্টিক, কমেডি, থ্রিলারের ঘরানার পেরিয়ে এবার বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। যে সে বন্ধুত্ব নয়, এক অসমবয়সি বন্ধুত্বকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা। ছবির নাম 'কেয়ার অফ এ জার্নি'। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে বনির 'বন্ধু'র চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে।
গল্পে ছয়-সাত বছরের ছেলে 'পাটু'। এই চরিত্রে দেখা যাবে তৃষানজিতকে। তার তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে থাকে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। ছোটবেলায় তার মা মারা গিয়েছেন। বাবা ছেড়ে চলে গিয়েছেন শহরে। কিন্তু মন তো মানে না, বাবাকে খোঁজার ইচ্ছে রয়ে গিয়েছে পাটুর। একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরে, বাবা কে খোঁজার জন্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না!
হঠাৎ দেখা হয় 'বামা'র সঙ্গে। এই চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। পাটুর বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় বামা আর পাটুর৷ এবার গল্প কোন দিকে যাবে, সেই নিয়েই তৈরি 'কেয়ার অফ এ জার্নি'।
ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু।সিনেমাটোগ্রাফির দায়িত্বে সুপ্রিয় দত্ত। পরিচালক এখনও ছবির নায়িকার নাম প্রকাশ করতে নারাজ। ছবিটি মুক্তি পাবে 'মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক'-এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে। কলকাতা ও আশপাশের এলাকায় হবে শুটিং।
বনি সেনগুপ্তর কথায়, "এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আশা করছি দর্শকের ভাল লাগবে।"
