শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ এপ্রিল ২০২৫ ১২ : ৩১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: রোমান্টিক, কমেডি, থ্রিলারের ঘরানার পেরিয়ে এবার বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। যে সে বন্ধুত্ব নয়, এক অসমবয়সি বন্ধুত্বকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেতা। ছবির নাম 'কেয়ার অফ এ জার্নি'। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে বনির 'বন্ধু'র চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে।
গল্পে ছয়-সাত বছরের ছেলে 'পাটু'। এই চরিত্রে দেখা যাবে তৃষানজিতকে। তার তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে থাকে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। ছোটবেলায় তার মা মারা গিয়েছেন। বাবা ছেড়ে চলে গিয়েছেন শহরে। কিন্তু মন তো মানে না, বাবাকে খোঁজার ইচ্ছে রয়ে গিয়েছে পাটুর। একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরে, বাবা কে খোঁজার জন্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না!
হঠাৎ দেখা হয় 'বামা'র সঙ্গে। এই চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। পাটুর বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় বামা আর পাটুর৷ এবার গল্প কোন দিকে যাবে, সেই নিয়েই তৈরি 'কেয়ার অফ এ জার্নি'।
ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু।সিনেমাটোগ্রাফির দায়িত্বে সুপ্রিয় দত্ত। পরিচালক এখনও ছবির নায়িকার নাম প্রকাশ করতে নারাজ। ছবিটি মুক্তি পাবে 'মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক'-এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে। কলকাতা ও আশপাশের এলাকায় হবে শুটিং।
বনি সেনগুপ্তর কথায়, "এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আশা করছি দর্শকের ভাল লাগবে।"
নানান খবর

নানান খবর

ঘোর বিপত্তি 'রাজা শিবাজী'র শুটিং ফ্লোরে! রিতেশের চোখের সামনে নদীতে তলিয়ে গেলেন কোরিওগ্রাফার

এআর রহমানকে সাধারণ বিদ্যুৎকর্মী ভেবে নিয়েছিলেন কাশ্মীরি মেয়েরা! কিন্তু কেন?

ছাত্র, শিল্পী, ব্যবসায়ী না খুনি: ‘দ্য একেন’-এ একেকজন একেক রঙে রাঙানো, কিন্তু কেউই সাদা নয়!

অজয় দেবগণের হাতে মার খাবেন, ভেবেছিলেন হানি সিং! কিন্তু ‘সিংহম’ যা করলেন যেটা কেউ ভাবেনি…

আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের চরিত্রে বিক্রান্ত! শ্রীশ্রী-র জীবনের কোন অজানা অধ্যায় তুলে ধরবে ‘হোয়াইট’?

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়