আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের কাছে বাণিজ্যতরীতে কে ড্রোন হামলা করল তা খতিয়ে দেখছে ভারতীয় নৌবাহিনী। হামলা করার সময় ড্রোন কাছের কোনও জাহাজ থেকে চালানো হয়েছিল নাকি অন্য কোনও জায়গা থেকে ড্রোন পরিচালনা করা হয়েছে সেটাই এখন প্রধান জানার বিষয়। প্রসঙ্গত, গুজরাটের কাছে একটি বাণিজ্যতরীতে ড্রোন হামলা ঘটে। আরব সাগরে জাহাজের সঙ্গে ড্রোনের সংঘর্ষের পরই বিস্ফোরণ ঘটে। তেলবাহী এমভি চেম প্লুটো নামে ওই জাহাজে ২০ জন ভারতীয় কর্মী রয়েছেন। পোরবন্দর থেকে ২১৭ নটিক্যাল মাইল দূরে ড্রোন হামলা হয় প্লুটোতে। অপরিশোধিত তেল নিয়ে সৌদি আরব থেকে আসছিল জাহাজটি। ভারতের ম্যাঙ্গালোর বন্দরে আসার কথা ছিল জাহাজটির। হামলার পর সমুদ্রের বাকি জাহাজগুলিকে সহায়তার জন্য পাঠায় ভারতের উপকূলরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে কারা ড্রোন হামলা চালাল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।