বীরেন ভট্টাচার্য: দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। তবে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিস্থিতির দিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সারা দেশে নতুন করে ৬৪০ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। ফলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩,০০০। এই সময় সতর্ক থাকা এবং কোনওরকম উপসর্গ দেখলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।নতুন এই ভ্যারিয়েন্টের নাম জেএন১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২,৬৬৯ থেকে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৯৭। করোনা সংক্রমিত হয়ে কেরলের এক ব্যক্তির মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৩৩,৩২৮। তবে এই মূহুর্তে দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার ১.১৮ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য অনুসারে, মোট ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় সংক্রমিতের সংখ্যা বাড়ছে। সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও সক্রিয় সংক্রমিতের সংখ্যা বাড়়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিহারে দুই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে। বাংলায় এখনও পর্যন্ত মোট ৮ জন সংক্রমিত বলে জানা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের থেকে।এই মূহুর্তে করোনা নিয়ে কোনও কঠোর পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র। তবে কোমর্বিডিটিস থাকা ব্যক্তিদের এখন থেকেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের বেশিরভাগই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান স্বাস্থ্য সচিব সুধাংশ পন্ত। জেএন১ ভাইরাসের সমস্তই স্বল্প সংক্রমণ বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও এই ভ্যারিয়েন্ট সংক্রমণ মিলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য অনুসারে, মোট ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় সংক্রমিতের সংখ্যা বাড়ছে। সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও সক্রিয় সংক্রমিতের সংখ্যা বাড়়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিহারে দুই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে। বাংলায় এখনও পর্যন্ত মোট ৮ জন সংক্রমিত বলে জানা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের থেকে।এই মূহুর্তে করোনা নিয়ে কোনও কঠোর পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র। তবে কোমর্বিডিটিস থাকা ব্যক্তিদের এখন থেকেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের বেশিরভাগই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানান স্বাস্থ্য সচিব সুধাংশ পন্ত। জেএন১ ভাইরাসের সমস্তই স্বল্প সংক্রমণ বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও এই ভ্যারিয়েন্ট সংক্রমণ মিলেছে।
