সোমবার ০৭ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | কৈশোর এখন দোলাচলে, বাড়ছে আতঙ্ক! বয়ঃসন্ধিকালে সন্তানকে কীভাবে সামলাচ্ছেন টলি তারকারা? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৪০Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: সারা বিশ্বে সবচেয়ে বেশি চর্চিত এখন স্কুলের সহপাঠী এক কিশোরীকে খুনের অভিযোগে জেলে যাওয়া এক কিশোরের গল্প। এই কাহিনি বলছে 'নেটফ্লিক্স'-এর 'অ্যাডোলেসেন্স'  পরতে পরতে ‘সাইবারবুলি’ বা নেটমাধ্যমে হেনস্থার উল্লেখ সেখানে। রয়েছে নারীবিদ্বেষী সমকালীন নানা ভাবনার আদানপ্রদানের কথা। 

 

 

এক কথায় বলতে গেলে, সে সিরিজে উঠে এসেছে নেট-আসক্ত সময়ে কৈশোরের সঙ্কটের এক অতি কঠিন রূপ। সন্তানদের সঠিকভাবে লালন করার চ্যালেঞ্জ উড়ে গিয়েছে বাবা-মায়েদের কাছে। প্রশ্ন উঠেছে, ঘরের নিরাপত্তার ঘেরাটোপে বসে থাকা কিশোর সন্তানকে সত্যি নিরাপদেই রাখতে পারছেন কি তাঁরা। উঠে এসেছে আরও বহু বিতর্ক। এই সিরিজের প্রভাব পড়েছে টলিপাড়ার বাবা-মা'দের উপরেও। বয়ঃসন্ধিকালে সন্তানের মন বুঝতে কী করছেন তাঁরা? অজান্তেই করছেন না বড় কোনও ভুল? আজকাল ডট ইন-এর এই প্রশ্নের জবাবে কী বলছেন তারকা মহল?

 

 

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যশজিৎ এখন ১৮। অভিনেতার কথায়, "ছেলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও বড় হচ্ছি। এখনকার জেনেরশন অনেক আধুনিক। তাই ওদের এই আধুনিকতার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতেই হবে। তা না হলে, অজান্তেই ওদের এগিয়ে যাওয়ার পথে আমরাই বাধা হয়ে দাঁড়াব। ছেলেকে বলেছি, যদি কখনও ধূমপান কর, আমাকে প্রথম জানাবে, লুকিয়ে করবে না কিছু। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, বাবাকে ভয় পাওয়ার থেকে বেস্ট ফ্রেন্ড ভাবাটা জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য জরুরি। তাই ওকে ওর মতো করে ছাড় দিয়েছি। সেই সঙ্গে খেয়াল রাখছি অজান্তেই ওর কোনও ভুল হচ্ছে কিনা।"

 

 

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মেয়ে সাহিদা ১০-এ পা দেবে। এখন থেকেই মেয়ের বয়ঃসন্ধিকালের জন্য সচেতন সুদীপ্তা। তাঁর কথায়, "আমাদের ছোটবেলাটা ওদের মতো ছিল না। হয়তো আমরা অনেক বোকা ছিলাম। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখনকার বাচ্চারা অনেক বুদ্ধিমান। ওদের থেকে কোনও বিষয় ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়া যায় না। বাবা-মা'র থেকে সদুত্তর না পেয়ে কৌতূহলের বশে ওরা ইন্টারনেটের আশ্রয় নেয়। তাতে হয়তো ওর বয়স অনুযায়ী যতটুকু বোঝা উচিৎ তার থেকে অনেক বেশিকিছু মাথায় ঢুকে গেল। তাই সবসময় চেষ্টা করি ওর কৌতূহল মেটানো।"

 


এখন ১৫ বছর বয়স প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের।‌ দর্শক তাঁকে দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় 'রূপা'র চরিত্রে। মেয়ের কিশোরীবেলা কীভাবে সামলাচ্ছেন সংযুক্তা চট্টোপাধ্যায়? তাঁর কথায়, "সব সময় চেয়েছি ওর মন বুঝতে। আসলে ডল খুব চাপা স্বভাবের। তাই ও মুখ ফুটে কিছু বলার আগেই ওর প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে গিয়েছে। কিন্তু সন্তানকে স্নেহের বশে অতিরিক্ত কিছু দেওয়াটা আমি যথাযথ বলে মনে করি না। চেষ্টা করি, সাধ্যমতো ওর শখ পূরণ করতে। এখন ডল যে বয়সে রয়েছে, ওকে বোঝানোর চেষ্টা করি ভবিষ্যৎটা সব সময় সহজ নয়। তাই নিজের ভালটা নিজেকেই বুঝতে হবে। আস্তে আস্তে এই বোধগুলো ওর মধ্যে না আনলে ভবিষ্যতে ওরই এগিয়ে যেতে অসুবিধা হবে।"

 


'ব্লুজ প্রোডাকশন হাউজ'-এর কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তী ও অভিনেত্রী রূপসা চক্রবর্তীর ছেলে রূপস্নাত চক্রবর্তীর বয়স এখন ১৭। ছেলেকে নিয়ে রূপসা বলেন, "আমি যেমন আদরে বড় করছি, তেমন বকাঝকাও করেছি। কারণ, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সন্তানকে একটুও শাসন না করলে সে বিপথে চলে যায়। তাই বাবা-মা হিসাবে ছেলেকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করছি। তা ছাড়া এখনকার বাচ্চারা অনেক বেশি চালাক। ওদের সঙ্গে পাল্লা দিতে গেলে, ওদের মনের কথা বুঝতে গেলে ওদের মতো আধুনিক হতেই হবে। রূপস্নাতের উপরে কখনও কিছু চাপিয়ে দিই না। ওকে ওর মতো সিদ্ধান্ত নিতে দিই। কোনও ভুল করলে আমরা তো আছিই, শুধরে দিই‌।"


adolecent periodcelebrity parenting tipstollywood

নানান খবর

নানান খবর

'যৌনমিলনের মানেই নৈকট্য নয়..'-সমাজমাধ্যমে কেন ক্ষোভ উগরে দিলেন অনুরাধা? চাঁচাছোলা পোস্টে কী জানালেন অভিনেত্রী?

মা হওয়ার আগেই বড় প্রাপ্তি! 'মেট গালা'র লাল গালিচায় হাঁটবেন কিয়ারা আদবানি

Exclusive: ‘ওরকম মদ্যপান করে কেউ?’ গাড়িচাপা-কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন মমতা শঙ্কর!

Exclusive: শুধু মদ নয়, চলে চরস গাঁজা! ইন্ডাস্ট্রির অন্ধকার দিক ও নয়া প্রজন্মের শিল্পীদের নিয়ে বিস্ফোরক ভাস্বর

‘শাহরুখ তখন সামনে থাকলে এক থাপ্পড় মারতাম! কেন ‘বাদশা’র উপর রাগ পুষে রেখেছিলেন জয়া বচ্চন?

সলমনের এক কথায় বদলে গিয়েছিল মিঠুন-পুত্রের জীবন — ‘সুলতান’ ছবির সেটের এই গল্প জানেন?

এমনিতেও পেত্নীর মতো হাসে শ্রদ্ধা! ‘স্ত্রী ২’ পরিচালকের ‘কুরুচিকর’ মন্তব্য শুনে কী বলছে নেটপাড়া?

বন্ধুত্ব, ভয়ের মুখোমুখির সঙ্গে মুক্তির খোঁজ— আসছে জিন্দেগি না মিলেগি দোবারা ২? হৃতিকের কথায় তোলপাড় নেটপাড়া!

বিবাহবিচ্ছেদ নিয়ে রসিকতা! প্রচারের আলোয় থাকার জন্যই কি এমন কীর্তি করলেন সুদীপ-পৃথা?

চিত্রনাট্য তৈরি, সলমন-ও কি প্রস্তুত? ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে এল বড় খবর!

বড়পর্দায় ভেলকি দেখাবেন ভিকি? নোলানের হাত ধরে হলিউডে পাড়ি হৃতিকের?

ছবি বিকৃত করে অশালীন মন্তব্য! কোর্টের দ্বারস্থ জিনিয়া সেন, দেব 'ভক্ত'দের বিরুদ্ধে করলেন কড়া পদক্ষেপ

জটিল প্রেমের অঙ্কে নাজেহাল সোহম-রূপসা! কীভাবে হবে সমাধান? আসছে কোন ছবি?

দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের! পৃথার সঙ্গে কেন টিকল না দাম্পত্য?

"সম্রাটের সঙ্গেই থাকতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় উপহার"- বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট ময়না মুখোপাধ্যায়

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া