আজকাল ওয়েবডেস্ক: উৎসবে মেতে ওঠার কোনও সুযোগই যেন হাতছাড়া না হয়। সেই জন্যেই বারো মাসের তেরো পার্বণে নিজেকে গুছিয়ে নিয়েছে বাঙালি। তাই তো বড়দিনের কেক খাবার সময় চায় সাজানো গৃহকোণ। বছর শেষে খরচ না বাড়িয়ে বরং এই ক্রিসমাস করে তুলুন ইকোফ্রেন্ডলি। কীভাবে? রইল টিপস
আপসাইকেল - পুরনো জিনিস থেকে তৈরি করুন নতুন আসবাবপত্র। আর সাজিয়ে নিন আপনার ঘর। পুরনো টেবিল, আলমারি ফেলে না দিয়ে একটু পরিষ্কার করে পালিশ করে নিন। প্রয়োজনে একটু আধটু মেরামত। আর সেই সব দিয়েই অন্দরসজ্জায় আনুন নতুন লুক। চারপাশে ঝুলিয়ে দিন হাতে তৈরি ক্রিসমাস ট্রি। বছর শেষে মেতে উঠুন সৃজনশীলতায়।
গিফট পেপার - উপহার দেবেন প্রিয়জনকে। এদিকে রঙিন কাগজে মোড়া হয়নি সে উপহার? চিন্তা নেই। পুরনো কাপড়, ওড়না ভাল করে ধুয়ে মুছে ব্যবহার করুন। এটা শুধু দেখতে অন্যরকম হবে তা নয়, বিষয়টা ইকোফ্রেন্ডলিও।
ক্রিসমাস ট্রি- ছোটদের জন্য বাড়ির কোণে ক্রিসমাস ট্রি -তো লাগাবেন। গাছ না কেটে একটা ছোট্ট গাছ কিনে নিন। কিংবা ভাড়া নিন। সেটি সাজাতে ব্যবহার করুন আপনার পুরনো গয়না, জামার পুরনো বোতাম।
লাইট - দামি এলইডি লাইটের পরিবর্তে ব্যবহার করুন প্রদীপ, মোমবাতি। বাড়িতেই বানিয়ে ফেলুন সুগন্ধি ক্যান্ডেল।
