নিজস্ব সংবাদদাতা: ফের ভাঙনের খবর টলিপাড়ায়। আলাদা হল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী পৃথা চক্রবর্তীর পথ। বহুদিন ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার খবরে সিলমোহর দিলেন পৃথা নিজেই। 

 

 

শনিবার বিকেল গড়াতেই সমাজমাধ্যমে লিখলেন, "আমি ও সুদীপ মুখোপাধ্যায় বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছি। তবে সারাজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব।" 

 

 

টলিপাড়ার কানাঘুষো, সাংসারিক অশান্তির কারণেই নাকি বেশ কিছুদিন ধরেই টেলিভিশনে দেখা যাচ্ছে না সুদীপকে। এই মুহূর্তে স্টার জলসার 'চিরসখা'য় 'স্বতন্ত্র'র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে ধারাবাহিক থেকে নাকি সাময়িক বিরতি নিয়েছিলেন সুদীপ। 

 

প্রসঙ্গত, ফেসবুকের মাধ্যমে আলাপ দু'জনের। এরপর নৃত্যশিল্পীর পৃথার শো দেখতে পৌঁছে যান অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। এরপর শুরু বন্ধুত্ব আর প্রেমের পর্ব। দুজনের বয়সের ফারাক ২৫ বছর। তবুও প্রেম কি আর বয়সের বাধা মানে? ডিভোর্সি সুদীপকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পৃথা।

 


অভিনেত্রী দামিনী বেণী বসুর সঙ্গে বিয়ে ভাঙার পর ভালবেসে পৃথাকে বিয়ে করেছিলেন সুদীপ মুখোপাধ্যায়। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার এটাই ছিল প্রথম বিয়ে। স্বভাবতই এই বিয়েতে শুরুতে মত ছিল না পৃথার পরিবারের। পরিবারের মতের বিরুদ্ধে গিয়েই সুদীপকে বিয়ে করেন পৃথা। বেশ সুখী দাম্পত্যের ছবিই সমাজমাধ্যমে ভাগ করতে দেখা যেত তাঁদের। জুটির দুই পুত্র সন্তানও রয়েছে। কিন্তু ঠিক কী কারণে ভাঙল জুটির সংসার তা যদিও খোলসা করেননি দু'জনের কেউই। তবে পৃথার এই পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। বিশ্বাস করতে পারেননি তাঁদের এই কঠিন সিদ্ধান্ত। তাই অনেকেই নিছক মজা ভেবেছেন পৃথার এই পোস্ট। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পৃথা।