মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ক্রিভি রিহ-এ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮, শিশু ৯ জন

SG | ০৫ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৭Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-এ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৯ জন শিশু বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরগেই লাইসাক জানিয়েছেন, একটি আবাসিক এলাকায়, শিশুদের খেলার মাঠের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। “এমন এক বেদনা, যা আপনার শত্রুরও প্রাপ্য নয়,” গভর্নর লাইসাক টেলিগ্রামে লিখেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া, তবে যাচাই না হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়— ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে রাস্তায় পড়ে আছে কিছু নিথর দেহ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এটি ছিল একটি “নির্ভুল উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা”, লক্ষ্য ছিল একটি রেস্তোরাঁ যেখানে, মস্কোর ভাষ্য অনুযায়ী, ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা ও পশ্চিমী প্রশিক্ষকেরা বৈঠক করছিলেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, এই হামলায় পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রমাণ সংগ্রহ করছে। তিনি বলেন, “রাশিয়ার এই যুদ্ধাপরাধের প্রমাণ সংরক্ষণে পুলিশ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের বক্তব্য রেকর্ড করছে।”

এর আগে শহরটিতে একটি আলাদা ড্রোন হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন বলে গভর্নর লাইসাক জানান।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, যিনি এই শিল্পশহর ক্রিভি রিহ-তেই জন্ম ও বেড়ে ওঠেন, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই যুদ্ধের একটিমাত্র কারণ— রাশিয়া যুদ্ধবিরতি চায় না, এবং আমরা তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গোটা বিশ্ব তা দেখছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন এখনও শেষ হয়নি। বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। এএফপি জানায়, চলতি বছর একসময় মার্কিন ও ইউক্রেনের যৌথ প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতিও প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগর অঞ্চলে যেকোনো সম্ভাব্য বিরতির শর্ত হিসেবে ক্রেমলিন পশ্চিমী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধ দ্রুত শেষ করতে চাপ দিয়ে আসছেন, তবে এখনো কোনো শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারেননি। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আমরা দীর্ঘ আলোচনায় জড়াব না, যদি না রাশিয়া শান্তি নিয়ে আন্তরিক বার্তা দেয়। আমরা খুব শিগগিরই বুঝে যাব রাশিয়া শান্তি চায় কি না।”

ফ্রন্টলাইন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের ক্রিভি রিহ শহরটি এই যুদ্ধ চলাকালীন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।


Kryvyi RihRussiaUkraine

নানান খবর

নানান খবর

বড় কোনও কাজের আগে এই ওষুধটি খায় হামাস এবং আইসিস-এর সদস্যরা, কী হয় সেই ট্যাবলেটে

নিজের ধ্বংস নিজের হাতে, শুরু হল বিবর্তনের নতুন ইতিহাস

মিটতে পারে পৃথিবীর বিদ্যুতের চাহিদা, কোন সমাধান এল নাসার হাতে

এক কেজি আমের দাম ৩ লাখ টাকা! কোথায় মিলবে এই অবাক করা ফল

‘বিস্ময় লণ্ঠন’ থেকে মিটতে পারে বহু জটিল রোগের সমাধান, নতুন আশায় বিজ্ঞানীরা

আরও কড়া ট্রাম্প, চিনা পণ্যে বাড়তি ৫০ শতাংশ শুল্ক আরোপ! চরমে বাণিজ্য সঙ্ঘাত

কবর থেকে তুলে বসানো হয় বিয়ের পিঁড়িতে, মৃতের সঙ্গে গাঁটছড়া বাঁধাই নিয়ম! ‘ঘোস্ট ম্যারেজ'-এর কারণ জানলে চমকে উঠবেন

আমেরিকা জুড়ে ট্রাম্প-মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, ইলনের পোস্টে 'ষড়যন্ত্র'-এর অভিযোগ?

মিলনে রাজি হননি স্ত্রী, রাগের বশে সদ্যোজাতকে নিয়ে কলাবাগানে গেলেন বাবা, তারপর কী হল শিশুটির সঙ্গে? 

বিশ্বজুড়ে ত্রাহি রব, মার্কিন অর্থনীতিতে মন্দার মেঘ, তাও ট্রাম্পের দাবি, 'কোনও মুদ্রাস্ফীতি নেই'

গাজায় ইজরায়েলি হামলায় ১৫ জন নিহত, অধিকাংশই নারী ও শিশু

২০ বছরের ড্যারেন থেকে আজ বিশ্ববিখ্যাত স্পিড, কী এমন ম্যাজিকে বিশ্ববিখ্যাত হলেন রোনাল্ডোর ভক্ত? ফাঁস করলেন রহস্য… 

বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি ২৫০ কোটি টাকার রোলস-রয়েস! জানেন এর মালিক কে?

কুমিরের সঙ্গে মজা করতে ঘটল ভয়ানক বিপদ!

ট্রাম্পের পাল্টা শুল্কনীতি, অসন্তুষ্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী, সোমবারই বড় ঘোষণার পথে স্টার্মার

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া