নিজস্ব সংবাদদাতা: প্রায় এক বছরের কাছাকাছি হাতে তেমন ভাবে কাজ নেই অভিনেত্রী তনিমা সেনের। স্টার জলসার 'উড়ান'-এ শেষবার 'ঠাম্মা'র চরিত্রে দেখা গেলেও হঠাৎ করে সেই ধারাবাহিক থেকে বাদ পড়েন তিনি। যদিও বাদ পড়ার কারণ তাঁর আজও অজানা। মাঝে অবশ্য 'তেঁতুলপাতা'য় কয়েক দিনের ক্যামিও চরিত্রে দেখা গেলেও সেইভাবে হাতে কাজ নেই তাঁর। 

 


তবে এই সময়কে নতুন কাজে লাগাতে চান অভিনেত্রী তনিমা সেন। ৬০ পেরোনো মানেই শুধু বার্ধক্য নয়, হাল ছেড়ে দেওয়া নয় বরং হতেই পারে নতুন শুরু। সেই কারণেই নিজের ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছেন অভিনেত্রী তনিমা সেন।  

 


মঞ্চের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হলেও অনেকদিন ধরেই থিয়েটারের মঞ্চ থেকে দূরে তিনি। তবে এখন পর্দাতেও তেমনভাবে দেখা যায় না‌ অভিনেত্রীকে। যদিও সম্প্রতি পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতি' ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি দৃশ্যে দেখা যাবে তাঁকে। 

 


বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে, স্বেচ্ছায় নয়, তাঁকে আর সুযোগ দেওয়া হয় না বলেই জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ে সুযোগের অপেক্ষা না করে এবার নতুন শুরু করতে চলেছেন তনিমা সেন। স্পষ্টবাদী বলেই হয়ত কাজ কম, এমনটাই মনে করেন অভিনেত্রী। এবার চিত্রশিল্পীদের নিয়ে নিজের ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী। নতুন এবং পুরনো অভিজ্ঞ চিত্রশিল্পীদের নানাভাবে তুলে ধরবেন তাঁর ইউটিউব চ্যানেলে। ছোটবেলা থেকেই আঁকতে ভালবাসেন তিনি। সেই কারণেই এমন একটি উদ্যোগ। তাঁদের কাছে গিয়ে নিজেই সাক্ষাৎকার‌ নেবেন। এই কাজের মাধ্যমে নতুনদের সুযোগ করে দেওয়ার চিন্তাভাবনাও করছেন অভিনেত্রী। তবে অভিনয় তাঁর প্রথম ভালবাসা, সেই কারণে এই কাজের পাশাপাশি ভাল চরিত্রের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।