চলতি সপ্তাহে ছোটপর্দার দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। নায়ক গৌরব মণ্ডল আসতেই স্টার জলসার ধারাবাহিক ‘তুঁতে’ একলাফে সামনে উঠে এসেছে। জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে। অবশ্য এই কৃতিত্ব কিছুটা ভাগ করে নিয়েছে নতুন ধারাবাহিক ‘কথা’ও। সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে অভিনীত ধারাবাহিকটি দেখানো হচ্ছে ‘তুঁতে’র সময়ে।
এবারের রেটিং চার্টে আরও অদলবদল। প্রথম স্থান যথারীতি জি বাংলার ‘জগদ্ধাত্রী’র দখলে। একের পর এক লোমহর্ষক রহস্য দর্শকদের ছোটপর্দার সামনে থেকে উঠতেই দিচ্ছে না। তার দৌলতে ৮.৩ পয়েন্ট পেয়ে ধারাবাহিক চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’। ৮.২ পেয়ে দ্বিতীয় স্থানে ‘নিমফুলের মধু’। তৃতীয় স্থানে নেমে গিয়েছে ‘ফুলকি’। তার প্রাপ্তি ৭.৯ পয়েন্ট। ৭.৮ পেয়ে চতুর্থ ‘গীতা এলএলবি’। ‘তুঁতে’ এই সপ্তাহে চতুর্থ স্থানে। সে পেয়েছে ৭.১ নম্বর।
৭.০ পেয়ে ষষ্ঠ স্থানে ‘তোমাদের রানি’। গত কয়েক সপ্তাহ ধারাবাহিকটি পঞ্চম স্থানে ছিল। সপ্তম স্থানে তিনটি ধারাবাহিক। ৬.৭ পেয়ে ‘কার কাছে কই মনের কথা’, ‘সন্ধ্যাতারা’র সঙ্গে জায়গা করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অষ্টম স্থানে ‘লাভ বিয়ে আজকাল’। তার প্রাপ্তি ৬.৩ পয়েন্ট। নবমে যৌথ ভাবে ‘রাঙা বৌ’ আর ‘জল থইথই ভালবাসা’। তাদের ঝুলিতে ৬.১ নম্বর। দশম স্থান ফের দখলে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের। তার প্রাপ্তি ৫.৮ নম্বর।
এবারের রেটিং চার্টে আরও অদলবদল। প্রথম স্থান যথারীতি জি বাংলার ‘জগদ্ধাত্রী’র দখলে। একের পর এক লোমহর্ষক রহস্য দর্শকদের ছোটপর্দার সামনে থেকে উঠতেই দিচ্ছে না। তার দৌলতে ৮.৩ পয়েন্ট পেয়ে ধারাবাহিক চলতি সপ্তাহে ‘বাংলা সেরা’। ৮.২ পেয়ে দ্বিতীয় স্থানে ‘নিমফুলের মধু’। তৃতীয় স্থানে নেমে গিয়েছে ‘ফুলকি’। তার প্রাপ্তি ৭.৯ পয়েন্ট। ৭.৮ পেয়ে চতুর্থ ‘গীতা এলএলবি’। ‘তুঁতে’ এই সপ্তাহে চতুর্থ স্থানে। সে পেয়েছে ৭.১ নম্বর।
৭.০ পেয়ে ষষ্ঠ স্থানে ‘তোমাদের রানি’। গত কয়েক সপ্তাহ ধারাবাহিকটি পঞ্চম স্থানে ছিল। সপ্তম স্থানে তিনটি ধারাবাহিক। ৬.৭ পেয়ে ‘কার কাছে কই মনের কথা’, ‘সন্ধ্যাতারা’র সঙ্গে জায়গা করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অষ্টম স্থানে ‘লাভ বিয়ে আজকাল’। তার প্রাপ্তি ৬.৩ পয়েন্ট। নবমে যৌথ ভাবে ‘রাঙা বৌ’ আর ‘জল থইথই ভালবাসা’। তাদের ঝুলিতে ৬.১ নম্বর। দশম স্থান ফের দখলে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের। তার প্রাপ্তি ৫.৮ নম্বর।
