মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | 'নেপোটিজম নয়, চলছে ক্যাপিটালিজম'-মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আর কী বললেন ঋত্বিক ভৌমিক?

শ্যামশ্রী সাহা | ০১ এপ্রিল ২০২৫ ০৮ : ৫৬Snigdha Dey


মিষ্টি নায়ক থেকে নৃশংস গ্যাংস্টার। অভিনেতা হিসাবে নিজেকে ভেঙেছেন বারবার, কেমন ছিল সাগরপারে নিজেকে প্রমাণ করার লড়াই? অকপট ঋত্বিক ভৌমিক, শুনলেন শ্যামশ্রী সাহা

কেমন আছেন?

খুব ভাল আছি। 

‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর পরে আপনার ফ্যান তো অনেক বেড়ে গিয়েছে?

(হাসি) থ্যাঙ্ক য়্যু। 

রাধেমোহন রাঠোর না সাগর তালুকদার, আপনার টার্নিং পয়েন্ট কোনটা?

রাধে আমার কেরিয়ার শুরু করেছে। খ্যাতি পেয়েছি। রাধে সবসময়ে আমার কাছে স্পেশাল। আর সাগর অভিনেতা হিসাবে আমার এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছে। 

সিধেসাদা রাধে থেকে সোজা গ্যাংস্টার, কেন রাজি হলেন?

নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারব বলে। আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। কোনও স্ক্রিপ্ট পড়ে পরিচালকের যদি আমার নাম মাথায় আসে, সেটা তো অ্যাচিভমেন্ট। 

অফার কীভাবে এসেছিল?

নীরজ স্যরের(পাণ্ডে)অফিস থেকে ফোন এসেছিল। এই সিরিজের দুটো নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে একটার জন্য অডিশন দিতে বলা হয়েছিল। প্রথমবার আমাকে ভিলেনের চরিত্রের জন্য ডাকা হচ্ছে, আমি দারুণ এক্সাইটেড ছিলাম। অডিশন দিলাম। কিছুদিন পর ফোন এল আমাকে সাগর তালুকদারের চরিত্রটা করতে হবে। 

সেদিন থেকেই চরিত্র নিয়ে ভাবতে শুরু করলেন?

পরিচালকরা চরিত্র নিয়ে মাত্র পাঁচ মিনিট আমার সঙ্গে কথা বলেছিলেন। ওটাই যথেষ্ট ছিল। রাধে আর সাগরের মধ্যে তফাৎটা বুঝতে চেষ্টা করেছিলাম। রাধের রাগ ওর প্যাশন থেকে। আর সাগর অ্যাম্বিশাস, ওর রাগ ইগো থেকে আসে। 

আর ঋত্বিক ভৌমিক ঠিক কেমন? 

শান্ত। ঘনিষ্ঠদের সঙ্গে আড্ডা, হুল্লোড়, মজা করতে ভালবাসে। তবে সিনেমা, বই, গান থাকলে আর কিছু লাগে না।

বান্ধবীকে সময় দেন না?

(হাসতে হাসতে) ও তো খুব তাড়াতাড়ি পরিবারেই চলে আসবে।

ফ্যানরা কী বলছেন? সাগরকে কতটা ভাল লেগেছে?

খুব ভাল রিভিউ পাচ্ছি। আমরা অভিনেতারা কাজ করি যাতে দর্শক আমাদের চেনেন। ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর পরে কমেন্ট বক্সে অনেকেই লিখছেন এই চরিত্রে আপনাকে তো চেনাই যাচ্ছে না। বিগ কমপ্লিমেন্ট। 

তার মানে শুধুই প্রশংসা, কোনও সমালোচনা হচ্ছে না?

আমার কাছে এখনও কোনও নেগেটিভ কমেন্ট আসেনি। 

আপনার জার্নিটা তো সহজ ছিল না?

বলতে পারেন। মধ্যবিত্ত পরিবারের ছেলে। কেউই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন না। দাদু অঙ্কে গোল্ড মেডেলিস্ট, কেউ কেমিস্ট্রিতে। বাড়িতে যা আলোচনা সবটাই লেখাপড়া নিয়ে। আমিই প্রথম ট্র্যাক চেঞ্জ করেছি। আমাদের দেশে মধ্যবিত্ত মানে তারা একটা নির্দিষ্ট পথে এগোয়। উচ্চবিত্তরা তো প্রিভিলেজড। না চাইতেই সব পেয়ে যায়। রিস্কটা নিতে হয় মধ্যবিত্তদের, যদি তারা চেনা পথ ছেড়ে অন্য পথে এগোতে চায়। সে সফল হতে পারে, নাও পারে। আমাকেও সেই রিস্কটা নিতে হয়েছে। এখনও স্ট্রাগল করছি।

ব্যর্থতা কীভাবে সামলেছেন?

এই ইন্ডাস্ট্রিতে আসি একুশ বছর বয়সে। অ্যাসিট্যান্ট ডিরেক্টরের কাজ করেছিলাম। ২৪ বছর বয়স থেকে অডিশন দিতে শুরু করি। তখন রিজেকশন হলে খুব খারাপ লাগত। এখন বুঝতে পেরেছি এটা ‘পার্ট অফ লাইফ’। জীবনে যা কিছু চাইব, ১০টার মধ্যে ৮টা পাব না। কিন্তু যে দুটো পাব, সেটা যেন মনে রাখার মতো হয়। অমিতাভ বচ্চন একটা সাক্ষাৎকারে বলেছিলেন, ওঁর বাবা বলতেন, ‘আগর মন কা হো তো আচ্ছা, না হো তো ঔর ভি আচ্ছা’।কথাটা মনের মধ্যে গেঁথে আছে।

কিন্তু একটা এক্সপেক্টেশন তো থাকে, এতদিনে কি সেটা পেলেন?

এক্সপেক্টেশনের থেকে হোপ বেশি। খুব বড় স্টার হয়ে গেলেও এটা থাকবে। ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর পরে সবাই প্রশংসা করেছেন। অভিনেতা হিসাবে স্বীকৃতি পেয়েছি। এক্সপেক্টেশনও বেড়েছে।

‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ চিত্রনাট্য বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কোনও ধারণা ছিল?


না। তেমন কিছু নয়। পলিটিক্স-এ কোনওদিনই আমার ইন্টারেস্ট নেই। তবে ভবিষ্যতে এই দিকটা এক্সপ্লোর করার ইচ্ছে আছে।


নেপোটিজম-এর কারণে অনেক ভাল অভিনেতা কাজ পান না, মুম্বই ইন্ডাস্ট্রিতে এই মন্তব্যের ঝড় প্রায়ই ওঠে আপনার কী মত?


শুধু নেপোটিজম এর জন্য নয়, জানেন তো! ভাল অভিনেতাদের কাজ না পাওয়ার আরও কারণ আছে।

কীরকম?

এখানে ছবি বানানোর জন্য টাকাই সব। একটা ক্যামেরা নিয়ে অনেকেই ছবি বানাতে পারেন। কিন্তু ছবির ব্যবসা আনতে গেলে ছবিতে ইনভেস্ট করতে হবে। নয়ের দশক থেকে সবকিছু পরিবর্তন হয়েছে। এখানে ভাল ছবি নয়, টাকাই ছবির ভবিষ্যৎ তৈরি করে। যে ছবিতে যত টাকা ইনভেস্ট করা হবে, সেই ছবি তত ভাল ব্যবসা করবে। ৭০ শতাংশ মার্কেটিং আর ৩০ শতাংশ আর্ট। এই কারণেই অনেক ভাল অভিনেতা সুযোগ পান না। আমি ৪০ বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর আমার সন্তান যদি অভিনয়ে আসতে চায়, আমি অবশ্যই তাকে সাপোর্ট করব। এটাকে কি নেপোটিজম বলা যায়! অভিনেতাদের নেপোটিজম নয়, ক্ষতি করছে ক্যাপিটালিজম। 

আপনি একজন ভাল ডান্সার, কিন্তু সেরকম কোনও চরিত্রে এখনও আপনাকে দেখা গেল না?

এখনও এরকম কোনও চরিত্র আমি পাইনি। এই ইন্টারভিউয়ের আগে আমি একটা মিটিং-এ ছিলাম। ওদের অনুরোধ করেছি নাচতে পারব, এমন চরিত্রে যেন আমাকে ভাবা হয়। প্রোডিউসারদেরও বলি, আমি ট্রেইন্ড ডান্সার, প্লিজ এই ট্যালেন্টটাকে এক্সপ্লোর করুন। 

আপনার সহ-অভিনেতাদের মধ্যে অনেক বিখ্যাত নাম আছে। নাসিরউদ্দিন শাহও আছেন, বন্দিশ... এর পরও তো ওঁর সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে? 

যখনই মনে কোনও সন্দেহ আসে বা কোথাও আটকে যাই, নাসির স্যরকে ফোন করি, ওঁর বাড়িতে চলে যাই। ওঁর সঙ্গে প্লে প্র্যাকটিস করি। উনি আমার কাজ দেখেন। সাজেশন দেন। গাইড করেন। উনি আমার কোচ। আমার গুরু। 

‘খাকি…র পর কী মনে হচ্ছে আপনার লক্ষ্যের দিকে কতটা এগোতে পারলেন?

অভিনেতা হিসাবে এক্সপ্লোর করতে চাই। বিভিন্ন চরিত্রে আমাকে ভাবা হচ্ছে এটা ভাল লাগছে। এক কথায় যদি বলি আমার লক্ষ্যের গেট পার করে সবে দুটো ধাপ এগিয়েছি, ছাদে পৌঁছতে আরও সময় লাগবে। 

বাংলা ছবিতে কবে দেখা যাবে? 

গত বছরই আমার আর শ্রুতির(দাস) একটা ছবিতে কাজ করার কথা হয়েছিল। ভিক্টর ব্যানার্জি পরিচালক। কিন্তু সেটা হয়নি। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। সেটা আর হবে না। দেখা যাক কবে সুযোগ আসে। 

ঋত্বিক ভৌমিক ‘ওটিটি স্টার’ এই তকমায় আপনি খুশি?

একদম। ওটিটি স্টার বললে কোনও সমস্যা নেই। দর্শক আমার কাজ ভালবাসছেন, এটাই প্রাপ্তি।

এবার তো নেগেটিভ চরিত্রের অনেক অফার আসবে, নেবেন?

রাধে করার আগে অনেকেই বলেছেন রোমান্টিক চরিত্রে আমাকে মানাবে না। বন্দিশের পর তারাই বলেছেন তুমি রোমান্টিক চরিত্রে অসাধারণ। খাকির পর সবাই বলছেন নেগেটিভ চরিত্রেও আমি দারুণ কাজ করেছি। এটা তো আমার কেরিয়ারের জন্য ভাল। টাইপকাস্ট হওয়ার ভয় নেই। 

এরপর কোন চরিত্রে দেখা যাবে ঋত্বিককে?

কথাবার্তা চলছে। খুব তাড়াতাড়ি কাজও শুরু হবে। প্রথমে আপনাকেই জানাব।

থ্যাঙ্ক য়্যু ঋত্বিক।


khakee the bengal chapterritwik bhowmikbollywoodactor

নানান খবর

নানান খবর

'ইন্ডাস্ট্রিতে সবাই খুনি..!' বিস্ফোরক অভিযোগ তুলে বলিউড ছাড়ছেন কোন অভিনেত্রী? 

মেট্রোতে উঠে কী করলেন অঞ্জনা বসু, রোশনি, পথিকৃৎ?

বিমানবন্দরে সুমিত অরোরাকে দেখে জাপটে ধরলেন ঋতাভরী! সোহাগে-আদরে প্রেমিককে কোন গোপন কথা জানালেন অভিনেত্রী?

ঢকঢক করে নয়, রসিয়ে রসিয়ে নিজের মূত্র পান করতে পরেশ রাওয়ালকে বলেছিলেন ‘সিংহম’ এর বাবা! কিন্তু কেন?

ভাঙনের আঁচ 'পরশুরাম-তটিনী'র সংসারে! কোন বিপদের ছায়া নামছে ধারাবাহিকের নতুন মোড়ে?

‘বাবুরাম সাপুড়ে’ থেকে ‘হুঁকোমুখো হ্যাংলা’-র পাতায় ছড়াচ্ছে রক্ত! প্রকাশ্যে ‘ম্যাডাম সেনগুপ্ত’র হাড় হিম করা পোস্টার

বাবা হতে চলেছেন সিদ্ধার্থ, তার মাঝেই নাম জড়াল অনন্যা এবং শ্রীলীলার সঙ্গে!

পর্দায় এবার জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনি! কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলিপাড়ায় চর্চিত জুটির রোম্যান্স?

জামাকাপড় খুলে শুধু অন্তর্বাস পরে বসো! সাজিদ খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক কোন অভিনেত্রী?

‘গ্যাংস অফ ওয়াসেপুর ৩’ আসছে কবে? মুখ্যচরিত্রে থাকবে ‘ফয়জল খান’? ফাঁস করলেন নওয়াজ

শেষ মুহূর্তে ‘ওমকারা’ হাতছাড়া হয়েছিল আমির খানের, কোন চরিত্রে প্রত্যাখ্যাত হন 'মি. পারফেকশনিস্ট’?

হাসপাতাল থেকে শুটিং ফ্লোর সামলিয়ে ফের হাসপাতালে কাঞ্চন মল্লিক, কেন দু’বার ভর্তি হতে হল? এখন কেমন আছেন অভিনেতা?

পাহাড়কে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন নির্ঝর মিত্র, কবে বিয়ের পিঁড়িতে বসছেন পরিচালক?

মাত্র ২৪ বছর বয়সেই থামল হৃদস্পন্দন! জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটারের মৃত্যুতে শোকের ছায়া নেটপাড়ায়

প্রথমবার বাংলা ছবিতে গজরাজ রাও! কোন বাঙালি অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করবেন?

সোশ্যাল মিডিয়া