সংবাদ সংস্থা মুম্বই: গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের হাইভোল্টেজ ম্যাচের মাঝেই লাইমলাইট কাড়লেন মালাইকা অরোরা! তবে খেলার উত্তেজনার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে একটাই প্রশ্ন—রাজস্থান রয়্যালসের ডাগআউটে কেন তিনি?
নীল-গোলাপি জার্সিতে মালাইকা, পাশে কুমার সাঙ্গাকারা! মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, উঠেছে হাজারো প্রশ্ন—“মালাইকা রাজস্থান রয়্যালসের ডাগআউটে কী করছেন?” কেউ সরাসরি লিখেছেন, “সাঙ্গাকারার সঙ্গে মালাইকা? নতুন কিছু শুরু হলো নাকি?” দু’জনের ভাইরাল ভিডিও দেখে জল্পনা তুঙ্গে!
আসলে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলায় সমর্থন জানাতে মাঠে হাজির হয়েছিলেন মালাইকা। রাজস্থান রয়্যালসের সাবেক কোচ ও বর্তমান ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার পাশে দেখা যায় তাঁকে। তবে শুধুই খেলা উপভোগ করতে, নাকি অন্য কোনও কারণ?এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে!
এইসব গুঞ্জনে অবশ্য জল ঢেলেছেন মালাইকার ঘনিষ্ঠরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, “কেউ পাশাপাশি বসলেই কি প্রেম হয়ে যায়? এসব ভিত্তিহীন গুজব বন্ধ হোক!”
তবে এই জল্পনায় নতুন রং লাগিয়েছে অর্জুন কাপুরের সাম্প্রতিক মন্তব্য। ২০১৮ সালে মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ানো অর্জুন কয়েক মাস আগেই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, “আমি এখন সিঙ্গল, রিল্যাক্স!” যদিও মালাইকা এই প্রসঙ্গে সম্পূর্ণ নীরব।
তাহলে কি সত্যিই মালাইকা-সাঙ্গাকারার মধ্যে কিছু চলছে, নাকি এ সবই শুধুই নেটিজেনদের কল্পনার খেলা? উত্তরের অপেক্ষায় এখন গোটা বলিউড!
