আজকাল ওয়েবডেস্ক: অর্জুন পুরষ্কার পাবেন মহম্মদ সামি। বাংলার ক্রিকেটারকে অর্জুন পুরষ্কার দেওয়ার আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছরের বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করার পর ক্রীড়াক্ষেত্রে ভারতের দ্বিতীয় পুরষ্কার পেতে চলেছেন সামি। তিনি ছাড়াও বাংলার টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখার্জি এবং ইকুয়িস্ট্রিয়ান অনুষ আগরওয়াল অর্জুন পাবেন। ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার পাবেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরষ্কার খেল রত্ন। দ্বিতীয় পুরষ্কার অর্জুন। এবারে অর্জুন পুরষ্কার পাচ্ছেন মোট ২৬ জন। সামি, ঐহিকা এবং অনুষ ছাড়াও সেই তালিকায় রয়েছেন ওজাস প্রবীণ দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী, শ্রী শ্রীঙ্কর, পারুল চৌধুরি, মহম্মদ হুসামুদ্দিন, বৈশালী, দিব্যকৃতী সিং, দীক্ষা ডগর, কৃষ্ণ বাহাদুর পাঠক, সুশীলা চানু, পবন কুমার, ঋতু নেগি, নাসরিন, পিঙ্কি, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, এষা সিং, হরিন্দর পাল সিং সান্ধু, সুনীল কুমার, অন্তিম পঙ্গল, রোশিবিনা দেবী, শীতল দেবী, অজয় কুমার রেড্ডি এবং প্রাচী যাদব।