শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: পরমা দাশগুপ্ত | লেখক: পরমা দাশগুপ্ত | Editor: শ্যামশ্রী সাহা ৩০ মার্চ ২০২৫ ১১ : ৫৪Snigdha Dey
ইদানীং বাংলা ওটিটি নিয়ে একটা অভিযোগের জায়গা তৈরি হচ্ছিল বেশ কিছু দিন ধরেই। বাংলা সিরিজ নাকি রহস্যকাহিনি, জমিদারবাড়ির কেচ্ছা-কেলেঙ্কারি, ভূতপ্রেত-তন্ত্রমন্ত্রের বাইরে ভাবতে পারছে না। ঠিক সেখানে দাঁড়িয়েই মোক্ষম জবাব দিল হইচই। বাংলায় সার্ভাইভাল থ্রিলার সেভাবে নেই বললেই চলে। এবার সে পথেই হাঁটল নির্ঝর মিত্রের নতুন সিরিজ ‘ডাইনি’। এবং ছয় পর্বের রুদ্ধশ্বাস সিরিজে শেষ অবধি বসিয়ে ছাড়ল দর্শককেও।
নাম শুনে অনেকেই হয়তো ভেবে থাকবেন, এ গল্প হাঁটবে ব্ল্যাক ম্যাজিকের চেনা অঙ্কে। আর সেখানেই ম্যাজিক। কারণ, ডাইনির কার্যকলাপ এ সিরিজের প্রেক্ষাপট নয়। বরং নিজের মতো করে লড়তে চাওয়া এক নারীকে ডাইনি বলে দেগে দেওয়া এবং তা ঘিরে গোটা গ্রামের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে তারই বোনের প্রাণপণ লড়াইয়ের কাহিনি। যে লড়াই পর্দা পেরিয়ে মন ছুঁতে পেরেছে মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় জাঞ্জিন, বিশ্বজিৎ দাস, শ্রুতি দাস-সহ প্রত্যেকের দুরন্ত অভিনয়ে।
ক্যালেন্ডারের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তি এগোচ্ছে তরতরিয়ে। তবু কুসংস্কার আর অন্ধবিশ্বাস কতটা ডালপালা ছড়িয়ে রেখেছে, তার প্রমাণ মেলে খবরের দুনিয়ায় একটু মনোযোগ দিলেই। শহর থেকে দূরে প্রত্যন্ত গ্রামে আজও প্রথা, অন্ধবিশ্বাস, আর কুসংস্কারই শেষ কথা বলে। আজও তাই ডাইনি সন্দেহে পিটিয়ে কিংবা পুড়িয়ে মেরে ফেলার উদাহরণ মেলে অহরহ। সিরিজের শেষে পর্দায় দেওয়া বাস্তবের পরিসংখ্যান বলছে ২০২৪-এর সেপ্টেম্বরেও ঘটে গিয়েছে এমন এক ঘটনা!
নির্ঝরের সিরিজে গল্প এগিয়েছে ডুয়ার্সের প্রত্যন্ত আদিবাসী গ্রাম খুনিয়াবাড়িতে এমনই এক ঘটনাকে ঘিরে। যার কেন্দ্রে দুই বোন। পাতা (মিমি) এবং তার বাবার বিবাহ-বহির্ভূত সম্পর্কজাত কন্যা লতা (কৌশানী)। বাবা ডুয়ার্সের চা বাগানের মালিক। সেই সূত্রে দুই বোনের বেড়ে ওঠা সেখানেই। ক্যানসারে মায়ের মৃত্যুর পরে তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল কৈশোরেই। প্রেমিকের হাত ধরে বিলেতে পালিয়েছিল পাতা। দেশে ফেরে বাবার মৃত্যুর পরে। এবং জানতে পারে উইল অনুসারে সম্পত্তির ভাগাভাগি হতে পারে একমাত্র দুই বোনের উপস্থিতিতেই। বোনের প্রতি একরাশ ঘৃণা বুকে জমিয়ে রেখেছিল পাতা। তবু সম্পত্তির স্বার্থে লতাকে খুঁজতে খুঁজতে সে পৌঁছে যায় খুনিয়াবাড়িতে। এবং সভয়ে আবিষ্কার করে গোটা গ্রামের উপস্থিতিতে ডাইনি সন্দেহে বাঁশের খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারার তোড়জোড় করা হচ্ছে যাকে, সে আর কেউ নয়, তারই বোন লতা! যার নেতৃত্বে গ্রামের তথাকথিত ঈশ্বর জানগুরু (বিশ্বজিৎ)। সেই মুহূর্তে এতদিনকার দূরত্ব, ঘৃণা, ঈর্ষা সব যেন কোথায় মিলিয়ে যায়। লতাকে বাঁচাতে জানগুরু তো বটেই, গোটা গ্রামের অন্ধবিশ্বাসের সঙ্গে মরণপণ লড়াইয়ে নেমে পড়ে পাতা। সঙ্গী হয় তার গাড়ির ড্রাইভার বাদশা (সুজিতকুমার বর্মণ), স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ও নার্সেরা। শেষমেশ কি লতাকে বাঁচাতে পারবে পাতা? তার উত্তর আছে সিরিজে।
মাত্র বাইশ-তেইশ মিনিটের একেকটা পর্ব। নির্মেদ এডিটিংয়ের গুণে অসম্ভব টানটান। নন-লিনিয়ার টাইমলাইনে বলা গল্পে ফ্ল্যাশব্যাক এক-আধবার গতি কমিয়েছে বটে, তবু তার আকর্ষণ কোথাও টাল খায়নি একটুও। অভিনয় নিঃসন্দেহে এ ছবির সবচেয়ে বড় সম্পদ। মিমি দক্ষ অভিনেত্রী। তাঁর অভিনয়ের বলিষ্ঠতা নজর কাড়ে সিরিজ জুড়েই। বিশেষত বোনের প্রতি ঘৃণার জায়গায় মায়া যখন জায়গা করে নিচ্ছে একটু একটু করে, লতার অসহায় পরিণতি যখন পাতার বুকে জ্বালিয়ে দিচ্ছে প্রতিশোধের আগুন, সে দৃশ্যগুলোয় মিমি অনবদ্য। তবে ফ্ল্যাশব্যাকের দৃশ্যে তাঁর সঙ্গেই সমানে সমানে টক্কর দেন কৌশানি, কোথাও কোথাও যেন ছাপিয়ে যান মিমিকেও। শিক্ষিত বাড়ির মেয়ের আদিবাসী গ্রামে অশিক্ষা, অন্ধবিশ্বাসের সঙ্গে যুঝতে চাওয়া, রক্ষকের ভক্ষক হয়ে ওঠা রুখে দিতে চেয়ে ফুঁসে ওঠা থেকে ডাইনি তকমা নিয়ে দিনযাপন- সবটাতেই তিনি দুরন্ত। তাল মিলিয়ে নজর কাড়েন বিশ্বজিৎও। জানগুরুর ক্রূরতা, সহজসরল মানুষের বিশ্বাসের সুযোগে ভয়ের রাজনীতি, কার্যসিদ্ধির হিংস্রতাকে কী অনায়াসে জীবন্ত করে তোলে তাঁর চোখ, হাসি আর অভিব্যক্তি! আর সেটাই জানান দেয়, থিয়েটারের দুনিয়া থেকে আরও এক জন বলিষ্ঠ অভিনেতা পেল টলিউড। বাদশা হিসেবে সুজিত কিংবা জানগুরুর ছেলে মইঠাল, স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, কিংবা নার্সেরা- যে যাঁর মতো করে নিখুঁত অভিনয়ে চোখ টেনেছেন প্রত্যেকেই। তবে অভিনয়ের বলিষ্ঠতায় ছিটকে দিয়েছেন যিনি, তাঁর নাম শ্রুতি দাস। ছোট্ট একটা চরিত্র, সংক্ষিপ্ততম উপস্থিতি। তবু জানগুরুর বোন মণির চরিত্রে শ্রুতি যেন আগুন ছোটান!
তবে হ্যাঁ, যেটা ভাল লাগেনা, তা হল পর্দায় অতিরিক্ত হিংস্রতার প্রকাশ। গল্পের প্রয়োজনে অপরাধ আসবেই, হিংস্র ঘটনা বুনতেও হবে। তবু কী দেখাব আর কতটা দেখাব, তা নিয়ে একটু ভাবনার অবকাশ থাকে বইকি! কখনও কখনও সবটা বিশদে না দেখিয়েও বুঝিয়ে দেওয়ার মুন্সিয়ানা জরুরি হয়ে পড়ে। ছুরি বসিয়ে দেওয়ার পরে ঠিক কীভাবে কতটা রক্ত বেরোল, কিংবা এক কোপে কারও মাথা ধড় থেকে আলাদা করে দেওয়ার পরে সে মাথার মাটিতে পড়ে থাকা— নৃশংসতার এমন ডিটেলিং কি গল্পে বাড়তি কিছু যোগ করে? নাকি উস্কে দেয় অপরাধপ্রবণতাকেই? হিন্দি সিনেমা বা সিরিজ অযাচিত ভায়োলেন্সের খাতায় নাম লিখিয়েছে ঢের আগেই। বাংলার ক্ষেত্রে সংখ্যাটা তুলনায় অনেকটা কম। কিন্তু পর্দায় এমন নৃশংসতার ছবি তুলে ধরা কি সত্যিই জরুরি? বাস্তবে যে ভাবে নিত্যদিন চারপাশে হিংস্রতা, শিহরণ জাগানো অপরাধ শিরোনামে উঠে আসছে, তাতে এ বিষয়টা বোধহয় একটু তলিয়ে ভাবা দরকার।
নানান খবর

নানান খবর

Exclusive: ‘প্রিয় বন্ধুকে হারালাম’- মনোজ কুমারের মৃত্যুতে শোক বিহ্বল প্রেম চোপড়া জানালেন নানা অজানা কথা, শুনল আজকাল ডট ইন

শোকের ছায়া বিনোদন জগতে, প্রয়াত স্বর্ণযুগের 'রোমান্টিক হিরো' মনোজ কুমার

দু’ভাগের বদলে এক ভাগেই বিরাট চমক! রাজামৌলি-মহেশবাবুর ছবিতে কেন এল এই আচমকা পরিবর্তন?

সাপের সঙ্গে কার্তিকের ধুন্ধুমার লড়াই, করণের নতুন ক্রিয়েচার কমেডিতে নায়িকা কে জানেন?

যশ চোপড়া যেখানে ‘না’ বলেছিলেন, সেখান থেকেই জন্ম নিল সইফ অভিনীত এই জনপ্রিয় প্রেমের ছবি!

স্ত্রী না মেয়ে! করিনাকে কোন চোখে দেখেন সইফ? নিজের মুখেই সত্যিটা ফাঁস করলেন নবাব পুত্র?

বলিউডে সবার পাশে সলমন, ‘সিকান্দর’-এর সময় কেউ নেই তাঁর পাশে! ‘টাইগার’-এর আক্ষেপ ছুঁল ভক্তদের হৃদয়

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

প্রেম আর মৃত্যুর সীমান্ত একাকার করে সৃজিতের ছবির ঝলক উস্কে দিল রহস্য এবং আগ্রহ

‘সিকান্দর’ ফ্লপ, তাতে কী! এবার ‘পুষ্পা’র প্রযোজকের হাত ধরে নতুন অবতারে ফিরবেন সলমন?

'এখনও করণকে খুব ভালবাসি...'- প্রাক্তনকে ভুলতে না পারাই কি বরখা-ইন্দ্রনীলের বিচ্ছেদের কারণ?

রাজু-শ্যাম-বাবুভাই, সঙ্গে থাকছেন জন আব্রাহাম-ও? 'হেরা ফেরি ৩'র নয়া চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রিয়দর্শন

বিচ্ছেদ ভুলে ডান্স ফ্লোরে অভিষেক-ঐশ্বর্যা, বাবা-মার কাণ্ড দেখে কী করল আরাধ্যা?