সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
জামিনের আর্জি শরিফুলের
বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ কোনও অপরাধ করেননি বলে আদালতে দাবি করেছেন। জামিনের আবেদন দাখিল করে অভিযুক্ত বলেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানোর জন্য কেবল ষড়যন্ত্র করা হয়েছে। যদিও অভিযুক্তর জামিন নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা হয়নি বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালতের তরফে।
শ্রেয়সের বিরুদ্ধে চক্রান্ত?
কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ, মামলা দায়ের অভিনেতা শ্রেয়স তালপড়ের বিরুদ্ধে! খবর, উত্তরপ্রদেশে চিটফান্ড প্রকল্পের নামে প্রতারণার সঙ্গে জড়িত তিনি। বৃহস্পতিবার এমনই এক খবরে নতুন করে চর্চায় অভিনেতা। দিনভর চাপানউতরের পর শুক্রবার শ্রেয়সের দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, শ্রেয়স এরকম কোনও জালিয়াতির সঙ্গে যুক্ত নন। টিমের আরও দাবি, অভিনেতা অনেক পরিশ্রম করে এই উচ্চতায় পৌঁছেছেন। সম্ভবত সেই কারণেই বার বার তাঁর নামে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
শাহরুখ-জনের রোম্যান্স!
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জন আব্রাহাম তাঁর কেরিয়ারের সবচেয়ে রোমান্টিক দৃশ্য নিয়ে কথা বলেন। জনের কথায়, "কোনও নায়িকা নন, এই দৃশ্য ছিল শাহরুখ খানের সঙ্গে। আসলে 'পাঠান'-এর কিছু দৃশ্য কেটে নেটিজেনরা মজার মিম তৈরি করেছিলেন। যা একসময় ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেখানে শাহরুখের সঙ্গে আমার ছবি, ভিডিওতে 'ভিগে হোঁট তেরে' গানটি জোড়া হয়। যা দেখে খুব মজা পেয়েছিলাম। এটাই আমার মতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য।"
