প্রসঙ্গত, মঙ্গলবার অরণ্যভবনের ৯ তলায় জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে যান ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমান নথি। রেশন দুর্নীতি মামলায় আরও নথি জোগাড়ের জন্যই হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এরপরই হাতে আসে চাঞ্চল্যকর তথ্য।
প্রসঙ্গত, ২০২১ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর হন বনমন্ত্রী। আর রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয় তাঁকে। বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি। উদ্ধার হওয়া নথির সঙ্গে রেশন দুর্নীতির সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ইডি।
