আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর দশ দফা নির্দেশিকা আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে ছিল ক্রিকেটারদের পরিবার নিয়ে একটি নিয়মও। কিন্তু তাতে শিথিলতা বা পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। আগে জানানো হয়েছিল, ৪৫ দিনের বিদেশ সফরে ১৪ দিনের বেশি থাকতে পারবে না ক্রিকেটারদের পরিবার। ছোট সফরে সেই সময়সীমা কমে হবে সাত দিন। কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী, এই নিয়মে পরিবর্তন আনতে চলেছে বোর্ড। বিদেশ সফরে কোনও প্লেয়ার তাঁর পরিবারকে নির্দিষ্ট দিনের বেশি রাখতে চাইলে, তাঁকে বোর্ডের থেকে আগাম অনুমতি নিতে হবে। সম্প্রতি বিসিসিআইয়ের এই নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরাট কোহলি। বিদেশ সফরে চাপের পরিস্থিতিতে কাছের লোকের সঙ্গে থাকার উপকারিতা জানান তারকা ক্রিকেটার। তারপরই এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে বোর্ড। বোর্ডের এক সূত্র জানান, 'বিদেশ সফরে প্লেয়াররা তাঁদের পরিবারকে বেশিদিন সঙ্গে রাখতে চাইলে অনুমতি নিতে হবে। সেই অনুযায়ী বিসিসিআই সিদ্ধান্ত নেবে।' 

এই প্রসঙ্গে নানা মুনির নানা মত। বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের থাকার পক্ষে কপিল দেব। তবে পরিস্থিতিতে ভারসাম্য চান ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল জানিয়েছিলেন, 'এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার মতে, পরিবার দরকার। তবে দলের সঙ্গে থাকারও প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের বিদেশ সফরের সময় প্রথমে আমরা ক্রিকেটে ফোকাস করতাম। সফরের প্রথমদিকে শুধুই ক্রিকেট। পরের দিকে পরিবার এসে উপভোগ করতে পারে। একটা ভারসাম্য রাখতে হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগাগোড়াই দুবাইয়ে উপস্থিত ছিল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সামির পরিবার। তবে তাঁরা টিম হোটেলে থাকেনি। তাঁদের থাকার খরচ বহন করে ক্রিকেটাররা।